রোগীদের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে দুই প্রতিষ্ঠানের চুক্তি সই
বাংলাদেশ সোসাইটি অব জেনারেল ফিজিশিয়ানসের (বিএসজিপি) তত্ত্বাবধানে পরিচালিত ‘ডাক্তারখানা’র সারা দেশের শাখাগুলোয় রোগীদের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্যসেবা গবেষণাপ্রতিষ্ঠান মেডএআইয়ের সঙ্গে সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে মেডএআইয়ের এআইনির্ভর ‘আমারডক্টর’ অ্যাপ ডাক্তারখানার ১৯০টি শাখায় ব্যবহার করা হবে।
বিএসজিপির সভাপতি রতীন্দ্র নাথ মণ্ডল বলেন, ‘রোগী বাছাই, উপসর্গ প্রতিবেদন ও রোগীদের ভার্চ্যুয়াল পরামর্শ সহজতর করার জন্য “আমারডক্টর” অ্যাপটি ডাক্তারখানার চিকিৎসকদের চেম্বারে যুক্ত করা হবে। এই অ্যাপের মাধ্যমে আমাদের ডাক্তারখানার জেনারেল ফিজিশিয়ানরা রোগীদের দ্রুত ও নির্ভুল চিকিৎসা দিতে পারবেন। বাংলাদেশের কয়েক কোটি প্রান্তিক মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।
“আমারডক্টর” প্ল্যাটফর্মের কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ডাক্তারখানার মাধ্যমে প্রান্তিক সেসব মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনা সহজ হবে।’
মেডএআইয়ের প্রতিষ্ঠাতা ও চিফ টেকনিক্যাল অফিসার শ্যামশ্রী সাহা বলেন, ‘“আমারডক্টর” প্ল্যাটফর্মের সহায়তায় ভিডিও কলের মাধ্যমে রোগীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব। ডাক্তারখানার চিকিৎসকদের উন্নত এআই টুলস সরবরাহ করার পাশাপাশি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করার জন্য কাজ করব।’
নাগরিক সংবাদে লেখা, ভিডিও, ছবি, ভ্রমণকাহিনি, গল্প ও নানা আয়োজনের খবর পাঠান [email protected]এ