পাঠকের ছবি

১ / ৬
শীতকালে অস্ট্রেলিয়াতে তেমন একটা ফুল ফোটে না। কিন্তু ‘কমলা ঢাকলতা’ এ সময় ফুলে ফুলে ভরে ওঠে। দক্ষিণ আমেরিকা থেকে আসা এ উদ্ভিদ অস্ট্রেলিয়ার মাটি ও আবহাওয়ার সঙ্গে দারুণভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। সাধারণত বাসাবাড়ির বেড়ার পাশে এটা রোপণ করা হয়। এরপর বড় হয়ে বেড়ার ওপর ছড়িয়ে পড়ে। কমলা ঢাকলতার আগুনরং কিছুটা হলেও শীতের সময় মানুষের মনে উষ্ণতা ছড়ায়। ছবিটা সিডনির রোজ বে থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
২ / ৬
তপ্ত রোদে রিকশাচালক। ত্রিশাল, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শাহ বিলিয়া জুলফিকার
৩ / ৬
চারদিকে পানিতে থই থই। মাঝখানে ভাসমান গ্রাম। হাওরপারের জনজীবন এমনই দুর্গম ও কষ্টকর। নীলাকাশ আর নীল জলরাশি মিলে একাকার। ছবিটি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৪ / ৬
বিলে নৌকা নিয়ে ব্যস্ত মাঝি। কাশিয়ানী, গোপালগঞ্জ, ২০ আগস্ট
ছবি: শেখ আবদুল্লাহ
৫ / ৬
শহরে সাদা বক আর পানকৌড়ির আস্তানা এলাকাকে ভিন্ন মাত্রা দিয়েছে। ছবিটি গত রোববার ভোলার বোরহানউদ্দিন পৌর শহরের পশ্চিম বাজার এলাকা থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৬ / ৬
লাল–গোলাপি রঙের কামরাঙ্গা ফুলে ছেয়ে গেছে ডাল। ছবিটি নওগাঁ সদরের ফতেপুর থেকে তোলা
ছবি: ইউনুস আলী ফাইম