টিজিং

অলংকরণ: মাসুক হেলাল

বিআরটিসি দোতলা বাস চলছে। বাসের গন্তব্য রাজধানীর ফার্মগেট থেকে মতিঝিল। সামনের সারিতে নারী আসনে যথারীতি কয়েক নারী বসে রয়েছেন। অফিস সময়, তাই গাড়িতে প্রচণ্ড ভিড়। হঠাৎ কম বয়সী একটি মেয়ের উচ্চ স্বরের বাগ্‌বিতণ্ডা সবার মনোযোগ কেড়ে নিল।

: আমি আপনার মেয়ের চেয়েও ছোট, লজ্জা করে না! চুপ, কোনো কথা বলবেন না।
বয়স্ক লোকটা কিছু বলতে চাইছিল।
: আপা, থামুন তো। ওনার ভুল হয়ে গেছে।
: ম্যাডাম, চুপ করুন।
: আসলে পাবলিক বাসে এ রকম হতেই পারে।
: আপনি আবার কথা বলছেন! জানেন আপনার হাত কত দূর এসেছে! এত দূর পর্যন্ত আপনার হাত আসে?

: লোকটাকে পুলিশে দেওয়া দরকার। শিক্ষা পাবে; আর কখনো এমন করবে না।
: বেচারা পরিস্থিতির শিকার মনে হয়।
: বয়স্করা এমন হতে পারে? এই চাচা, চুপ থাকেন তো।
অনেকেই বাসের ভেতরের ঘটনা নিয়ে আলোচনায় মেতে উঠলেন। কেউ কেউ মেয়েটিকে দেখার বৃথা চেষ্টাও করলেন। কিন্তু ওর মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল।
: উনি আমার বাবার বয়সী বলে চুপ থাকব?
লোকটা তখন ভাবলেশহীন ছিল।
: আসলে এ ধরনের মেয়েরা ভালো হয় না। তারা সব জায়গায় ঝামেলা করে।
কথাটি মেয়েটির কানে এল। মেয়েটির চোখের কোণে জল এসে পড়ল। অথচ কেউ টের পেল না!