তুমি কি জানো মেয়ে?

ছবি সংগৃহীত

তুমি কি জানো মেয়ে?
তোমার পানে চেয়ে,
দুষ্ট পাখিদের দল,
ভুলেছে কোলাহল।
যে বাউলটা করত গান তারস্বরে,
সে–ও কেমন যেন চুপিসারে,
অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়,
চোখে তার রাজ্যের বিস্ময়।
উদ্ধত মিছিলে, দৃপ্ত স্লোগানে,
রাজপথ কাঁপানো সেই টগবগে তরুণ,
কণ্ঠে তার আজ অন্য সুর,
নিরালায় বসে করে একা গুনগুন।
পথহারা পথিক ঘোর অমানিশায়,
তোমায় দেখে থমকে দাঁড়ায়।
যেন অকস্মাৎ নিজেকে খুঁজে পায়,
আরাধ্য ঠিকানায়।
নেতানিয়াহু বা হামাস,
জেলেনস্কি বা পুতিন,
তোমায় পেলে, যুদ্ধ ভুলে,
ফিরিয়ে দেবে সুদিন।
তুমি অপ্রতিরোধ্য প্রেমের কবিতা,
ছড়িয়ে দাও ভালোবাসার বারতা।
তুমি এলে শূন্যে মেলাবে নিঃসঙ্গতা,
নিষিদ্ধ হবে সব বিবর্ণ বিষণ্নতা।