ঢাকার পূর্বাংশে বিষাক্ত ধোঁয়া, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি, ব্যবস্থার আকুতি

বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছেছবি: এএফপি

কয়েক দিন ধরে প্রতি রাতে ঢাকা শহরের পূর্ব অংশে একধরনের বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে, যা জনজীবনকে চরম দুর্ভোগে ফেলেছে। রামপুরা, বনশ্রী, যাত্রাবাড়ী, ডেমরা, বাসাবো, মুগদা, মান্ডা, সবুজবাগ, খিলগাঁওসহ আশপাশের এলাকায় বাতাস ভারী হয়ে আসছিল, যার ফলে শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি হচ্ছে।

নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকায় অবশেষে এই ধোঁয়ার প্রকৃত উৎস চিহ্নিত করা হয়েছে। জানা গেছে, রাজধানীর মান্ডার সামাদনগর এলাকার কাছে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনস্থ বৃহত্তম ময়লার ভাগাড়ে প্রতিদিন নিয়মিতভাবে ময়লা, রাসায়নিক বর্জ্য ও অন্যান্য ক্ষতিকর বস্তু পোড়ানো হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এখানে বেশ কয়েকটি অবৈধ কারখানায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা সংগ্রহ করা হচ্ছে। এসব ব্যাটারি পোড়ানোর কারণে ব্যাপক মাত্রায় বিষাক্ত গ্যাস ও কার্বন মনোক্সাইড নির্গত হয়, যা বাতাসের সঙ্গে মিশে আশপাশের এলাকার পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য এটি মারাত্মক হুমকি হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত দিন ধরে এই সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তারা প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধের জন্য জোর দাবি জানিয়েছেন।

নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। জনগণের শ্বাস নেওয়ার অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব এবং এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

*লেখক: মো. আবদুল আহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

‘নাগরিক সংবাদ’-এ নানা সমস্যা, জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]