Sayham Mahbub Ferdous

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের নোভাস-৫–এর উদ্যোগে দিনব্যাপী আয়োজনে ‘বেল আউট’ অনুষ্ঠিত হয়। মুক্তির উল্লাসে সংশপ্তক-৬ স্লোগানকে সামনে রেখে গতকাল রোববার দুটি পর্বে এ অনুষ্ঠান হয়। অনুষদের মোস্ট জুনিয়র সংশপ্তক-৬–এর অনুষদের তাঁদের ইমিডিয়েট সিনিয়র কর্তৃক আয়োজিত ‘বেল আউট’–এর মধ্য দিয়ে মুক্তির উল্লাস শুরু হতে যাচ্ছে।

বেল আউট প্রোগ্রামের মধ্য দিয়ে নোভাস-৫ ও সংশপ্তক-৬–এর সিনিয়র–জুনিয়রের সম্পর্ক পূর্ণতা পাবে এমনটাই আশা শিক্ষার্থীদের।

দিনের প্রথম পর্বে পবিপ্রবি ছাত্র-শিক্ষক মিলনায়তনের টি–শার্ট বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা হয়। তারপর একে একে কালার ফেস্ট, পবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে ছেলেদের প্রীতি ফুটবল ম্যাচ এবং মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় পবিপ্রবির অডিটরিয়ামে নোভাস-৫ ও সংশপ্তক-৬ উভয় ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নাচে-গানে, অভিনয়ে মুগ্ধতা ছড়ায় তাঁদের আয়োজন। বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে রাত পৌনে ১২টার দিকে ‘বেল আউট’ অনুষ্ঠান শেষ হয়। দিনব্যাপী আয়োজনে নোভাস-৫ ও সংশপ্তক-৬–এর সদস্য ছাড়া পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।