জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বল ক্রিকেট কার্নিভ্যালের দ্বিতীয় আসর শুরু

শীতের সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এখানেই গতকাল শুক্রবার শুরু হয়েছে ‘জাবি ৫০ বল ক্রিকেট কার্নিভ্যাল’। এটি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ব্যাচভিত্তিক মাঠের ক্রিকেটের লড়াই ছাপিয়ে এই টুর্নামেন্টে প্রাধান্য পায় সৌহার্দ্য ও সম্প্রীতি।

বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ২০২২ সালে আয়োজন করেছিলেন ‌‘জাবি ৫০ বল ক্রিকেট কার্নিভ্যাল’। এক বছর বিরতি দিয়ে সেই টুর্নামেন্টের দ্বিতীয় আসর আবার মাঠে গড়িয়েছে। পেশা, বয়স, ব্যাচের গণ্ডি পেরিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা ফিরে যান ক্যাম্পাসজীবনের সোনালি স্মৃতিতে।

টুর্নামেন্ট কমিটির অন্যতম আয়োজক আলী হায়দার আল মাসুম মৃধা উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বলেন, ‘সিনিয়র বড় ভাইদের সহায়তায় গত আসরটি বেশ সফলভাবে আয়োজন করা হয়েছে। এক বছর বিরতি দিয়ে এবার দ্বিতীয় আসর। টুর্নামেন্টের মূল উপলক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা।’

অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান বলেন, ‘পেশাগত ও ব্যক্তিগত নানা ব্যস্ততার মধ্যেও এই টুর্নামেন্টের জন্য মুখিয়ে থাকি। অসাধারণ এই আয়োজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাঠেও এক-দুই দিনব্যাপী হতে পারে।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক। তিনিও বিশ্ববিদ্যালয়ের বন্ধনকে দৃঢ় করতে এমন আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে টুর্নামেন্টের টাইটেল পৃষ্ঠপোষক ভাইয়া গ্রুপের নির্বাহী পরিচালক চৌধুরী মাহমুদ আলী, পারটেক্স বেভারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর ঘোষসহ অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এমন আয়োজনের সঙ্গে ভবিষ্যতেও যুক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ৩১তম ব্যাচের (লিজেন্ডারি-৩১) মুখোমুখি হয় নবাগত দল ৩৭তম ব্যাচ (প্রাইম-৩৭)। প্রথমে ব্যাট করে ৩১তম ব্যাচ ৬ উইকেট হারিয়ে ৫৩ রান করে। মাত্র এক উটকেট হারিয়ে ৫৪ রানের সহজ লক্ষ্যে পৌঁছে ৯ উইকেটের বিশাল জয় পায় ৩৭তম ব্যাচ।

গ্রুপভিত্তিক পর্ব শেষে টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি আর ফাইনাল ২৩ ফেব্রুয়ারি। গ্রুপ পর্যায়ের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১০, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থী সাবেক ক্রীড়াবিদ। তাঁদের অনেকেই নিজ নিজ ব্যাচের হয়ে খেলছেন। অনেকে না খেললেও মিলনমেলার অংশ হতে আসেন। এর মধ্যে অনেক প্রাক্তন নারী শিক্ষার্থীও রয়েছেন।