শিবকুমার বিলগ্রামীর কবিতা
১.
কেন দু–চার আনা জীবিকার জন্য জীবন বেচে দিলে?
একটি মুহূর্ত তো আনন্দের জন্যও রাখতে পারতে!
অফিস থেকে ঘর, আবার ঘর থেকে অফিসে ছোটাছুটি
দুপুরে খাবার খাওয়ার সময় পর্যন্ত নেই!
আজও তবে কেন—আর কারও জন্য–বা এমন দিনরাত ছুটে চলো?
ছোট্ট বাচ্চাটি কোলে আসার জন্য আজও কাঁদছে,
গ্রামে তোমার মা-বাবা তোমাকে ভীষণ স্মরণ করছে,
গ্রামে যাওয়ার জন্য তো কিছুটা সময় বের করো!
একদিন তো ঘরে যাওয়ার জন্য ফিরে তাকাতেই হবে!
অল্প কিছু সময় বাকি নিজের সেই ঘরকে বাঁচানোর জন্য।
২.
কী করে বলবো তোমাকে আমার মনের কথা?
কীভাবে হৃদয়ের সীমানা থেকে কণ্ঠে আসা যায়।
একটি ছবি, যা এই হৃদয়ে লুকিয়ে রেখেছি
কীভাবে হৃদয় ছিড়ে সেই ছবি তোমাকে দেখাব।
এই চোখগুলো তোমার স্বপ্নে ভরিয়ে দিতে বড়ই ইচ্ছে
তবে কীভাবে আমার এই চোখ থেকে তোমার স্বপ্ন মুছে ফেলতে পারি?
তোমার সঙ্গীরা সবাই বিদ্বেষের পক্ষে,
তবে আমরা কীভাবে মিলনের পক্ষ নিয়ে আসতে পারি?
তোমার সঙ্গে আমার এখনো যে একটা নামহীন সম্পর্ক আছে,
তুমি যদি এই বাস্তবতাকে আড়াল করতে চাও
তবে তুমি কীভাবে তা লুকাবে?
ভাষান্তর : সাবিনা তাবাসসুম, সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি, ভারত