পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মাহতাবউদ্দিন, সম্পাদক রুহুল আমিন

ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এস কে মাহতাবউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি পদে মো. জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. তৌফিকুল হক, সাংগঠনিক সম্পাদক পদে ইলিয়াস আহমেদ, কোষাধ্যক্ষ পদে শামীম মাহবুব এবং সহসাংগাঠনিক সম্পাদক হিসেবে মিনহাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে রাজন চন্দ্র কর্মকার, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে সাজেদুর রহমান, সমাজকল্যাণ ও আপ্যায়নবিষয়ক সম্পাদক পদে মো. মুর্শিদুল ইসলাম এবং নারীবিষয়ক সম্পাদক পদে সাবরিনা সুলতানা স্নিগ্ধা নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সারিম সালমান করিম, কে এম রাকিব আল হাসান, মারিয়া ফেরদৌসী, মো. তৌহিদ হোসেন।

বাপশনিক অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম বলেন, ‘এ নির্বাচনে কর্মকর্তাদের ব্যাপক অংশগ্রহণ আমাদের গণতান্ত্রিক চেতনাকে আরও বিকশিত করেছে। নির্বাচিত কর্মকর্তারা সততা ও স্বচ্ছতার সঙ্গে তাঁদের ভোটাধিকারের প্রয়োগ করেছেন, যা একটি সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার প্রতিফলন।’

সভাপতি এস কে মাহাতাবউদ্দিন বলেন, ‘প্রোফেশনাল এবং জনবান্ধব বাপশনিক তৈরির লক্ষ্যে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাব।’ বিজ্ঞপ্তি