ঝিলমিল প্রকল্পের সঙ্গে বিএমটিএফের প্রযুক্তি হস্তান্তর চুক্তি

সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে তৈরি হতে যাওয়া দেশের প্রথম আবাসন প্রকল্প ঝিলমিল রেসিডেনসিয়াল পার্ক। এ প্রকল্পের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর (টেকনোলজি ট্রান্সফার)–বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ)।

গত বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের একটি পাঁচ তারকা হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এসভিসি ঝিলমিল রেসিডেনসিয়াল বিডি লিমিটেডের চেয়ারম্যান শরিফাহ সাবরিনা এবং বিএমটিএফের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আরমান হোসেন তাঁদের সংস্থার প্রতিনিধি হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি ঝিলমিল আবাসন প্রকল্প বাস্তবায়নে নিজস্ব এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দেয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ সহযোগিতা চুক্তি বাংলাদেশের বৃহত্তম আবাসন প্রকল্পের সফল সমাপ্তিতে অবদান রাখবে। প্রধানমন্ত্রীর ‘সকলের জন্য আবাসন’ স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে।