বিনাজুরী নবীন স্কুল অ্যান্ড কলেজের ১৯৯৬ ব্যাচের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান বিনাজুরী নবীন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ১৯৯৬ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীদের ‘পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে। ২৮ বছর পর এ অনুষ্ঠান গত শুক্রবার (২৪ মে) বিকেল ৫টায় চট্টগ্রাম ২নং গেইটস্থ ষোলশহর ‘উইন্ড অব চেঞ্জ’ এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানমালায় স্যারদের পুষ্পমাল্য অর্পণ, স্যারদের উত্তরীয় পরানো, গুণী কথা ও স্মৃতিচারণা, শিক্ষক সংবর্ধনা, শিক্ষাগুরু সম্মাননা স্মারক প্রদান, স্যারদের পা ধুয়ে সম্মান, ছাত্রছাত্রীদের স্মৃতিচারণা, ব্যাচের শিক্ষার্থী ও তাদের ছেলেমেয়েদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র শেষে রাতের খাবারের আয়োজন করা হয়েছে।

সুজন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ পেয়ার হোসেন। অনুষ্ঠানে স্মৃতিচারণা করে বক্তব্য দেন বিনাজুরী নবীন স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক বাদল কান্তি দাস, সাবেক শিক্ষক লক্ষ্মী দত্ত, আনোয়ার মিঞা চৌধুরী, রতন কুমার চৌধুরী, দীপক কান্তি চৌধুরী, তপন কান্তি শীল, কিরণ চন্দ্র দাশ, প্রভাষ চন্দ্র ধর, মুকুল কুমার ভট্টাচার্য, সুকান্তি বড়ুয়া, রণজিত কুমার বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা ৯৬ ব্যাচের এ রকম একটি সংবর্ধনার আয়োজন করায় ভূয়সী প্রশংসা করেন এবং সাধুবাদ জানান।

শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণা করে বক্তব্য দেন সুজয় মহাজন, শফিউল আলম, রাজীব বিশ্বাস, দিদারুল আলম, কাঞ্চন বড়ুয়া, রণজিত দেব, অসীম কান্তি বড়ুয়া, শিমুল চৌধুরী, সুমন সেন, বাসন্তী সিংহ, সৈয়দা সারজিনা জান্নাত প্রমুখ। বিজ্ঞপ্তি