বুটেক্সে আন্তবিশ্ববিদ্যালয় ‘টেক্সপ্রেস’ প্রতিযোগিতা, রেজিস্ট্রেশন ৩ অক্টোবর পর্যন্ত
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘টেক্সপ্রেস ২০২৩’। বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করতে পারবেন দেশের যেকোনো পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল–সম্পর্কিত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা।
অনলাইন, সেমিফাইনাল ও ফাইনাল—মোট তিনটি রাউন্ডে প্রতিযোগিতাটি সম্পন্ন হবে। এতে চূড়ান্ত পর্বে পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ২৫ হাজার, প্রথম রানার্সআপ দলকে ১৫ হাজার ও দ্বিতীয় রানার্সআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজ মানি ও অন্যান্য পুরস্কার প্রদান করা হবে।
প্রতিযোগিতা প্রসঙ্গে বুটেক্স বিজনেস ক্লাবের সভাপতি সাকিব আল মুনতাসির বলেন, ‘প্রতিযোগিতাটির মাধ্যমে শিক্ষার্থীরা মোট তিন রাউন্ডে পোশাকশিল্পে সমসাময়িক খুবই জরুরি সমস্যার কেইস সমাধান করবেন এবং তা করে টেক্সটাইল এক্সপার্টদের সামনে উপস্থাপন করবেন। গতবারের মতো এবার আশা করি, দেশের টেক্সটাইলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্য থেকে উল্লেখযোগ্যসংখ্যক প্রতিযোগী পাব।’
সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রতিযোগিতাটির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য দেশের টেক্সটাইল সেক্টরের বর্তমান এবং আসন্ন চ্যালেঞ্জ নিয়ে কেস দেওয়া হয়। নিজেদের অ্যানালিটিক্যাল থিংকিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান করেন শিক্ষার্থীরা। আশা করি, এসব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্বের বিকাশ ঘটাতে সাহায্য করবে।’
রেজিস্ট্রেশন করতে: https://butexbc.org/registration
টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চলমান ব্যবসাসম্পর্কিত সমস্যা নিয়ে বুটেক্স বিজনেস ক্লাব প্রতিবছর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করে আসছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার ও স্কিল উন্নয়নে নানা ধরনের সেশন ও সেমিনার আয়োজন করে।