‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৪’ পেল মিশন গ্রিন বাংলাদেশ

টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘মিশন গ্রিন বাংলাদেশ’ অর্জন করেছে আকিজবশির গ্রুপের সৌজন্যে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ আয়োজিত ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৪’। গত সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে এ সম্মাননা দেওয়া হয়।

সংগঠনটি বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস, বায়ুদূষণ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উল্লেখযোগ্য অবদানের জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশে বলেন, ‘আজকের এই পুরস্কারগুলো শুধু অর্জনের উদাহরণ নয়, এগুলো হলো কীভাবে সহযোগিতা, নেতৃত্ব ও প্রতিশ্রুতি বাস্তব জীবনে প্রভাব সৃষ্টি করতে পারে, তার উদাহরণ। আমরা যখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে এগিয়ে যাচ্ছি, তখন আমাদের বেসরকারি ও সরকারি খাত, এনজিও ও সম্প্রদায়ের মধ্যে এই অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে হবে।’

বেসরকারি সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ পরিবেশগত সচেতনতা বাড়ানো ও বৃক্ষরোপণের মাধ্যমে দেশে পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে। সংগঠনটি স্বাধীনতার ৫৩ বছর উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবসে একযোগে দেশের ৫৩টি স্থানে বৃক্ষরোপণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।

আকিজবশির গ্রুপের সৌজন্যে অনুষ্ঠিত দ্বিতীয় সংস্করণের এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে ৩৯টি টেকসই ব্র্যান্ড উদ্যোগকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১৬টি উদ্যোগকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ২৩টি উদ্যোগ সম্মানসূচক উল্লেখ পেয়েছে। বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়েছে, যার লক্ষ্য ছিল বাংলাদেশের বেসরকারি সংস্থা ও ব্র্যান্ডগুলোকে সম্মাননা দেওয়া, যারা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অসামান্য অবদান রেখেছে। বিজ্ঞপ্তি