এশিয়ান গেমসে ব্যর্থতার দায় কার?
১৯৭৮ সাল থেকে বাংলাদেশ নিয়মিত অংশ নেয় এশিয়ান গেমসে। জাতীয় খেলা কাবাডি একসময় এশিয়াডে আশার আলো ছিল। গত এশিয়াড থেকে তা–ও নেই। কাবাডির কেন এত অধঃপতন হলো!! একমাত্র ক্রিকেটই এখন গেমসে বাংলাদেশের পদকের সম্বল।
এবারের এশিয়াডে, যা অলিম্পিকের পর বিশ্বের ২য় বৃহত্তম বহুজাতিক ক্রীড়া প্রতিযোগিতা; ১৮টি ডিসিপ্লিনে প্রায় ৩ শতাধিক সদস্যের টিম অংশ নেয়। সেখানে ফুটবলে নারী–পুরুষ মিলিয়ে ডজনখানেক গোল হজম। আর্চারিতে ১০ পদকের লড়াইয়ে মাত্র ১টা সামান্য সম্ভাবনা জাগিয়েছিল। অথচ ক্রিকেটেই সরকারি অলিম্পিক অ্যাসোসিয়েশন বা ক্রীড়া পরিষদের বাজেট থাকে না। বলা যায় সরকারি ভিক্ষার ওপরই নির্ভরশীল।
গত এশিয়াডে ক্রিকেট ছিল না। বাংলাদেশ তাই শূন্য হাতে বিদায় নিয়েছিল। ১৭ কোটি মানুষের দেশ একটা পদক জিততে পারে না!
ভাগ্যিস বাংলাদেশ ক্রিকেট খেলে! দল পাঠিয়ে সোনা না পেলেও নারী-পুরুষ উভয় দলই কাকতালীয়ভাবে পাকিস্তান দলকে পরাজিত করে ২টি ব্রোঞ্জ জিতে ১৭ কোটি মানুষের এ দেশের ইজ্জত রক্ষা করেছে ক্রিকেট দল।
ক্রিকেটে তো সরকারি বাজেট নেই। আমার প্রশ্ন হলো ক্রীড়া খাতের বাজেট কই যায়, কার কাছে যায়? নাকি বাজেটই কম। বর্তমান সরকারের আমলে ব্যাপক অবকাঠামো উন্নয়ন কেবল দলকানা লোক ছাড়া অস্বীকার করতে পারবে না কেউ। তাহলে ক্রীড়া ক্ষেত্রে আমরা কেন ব্যর্থ হচ্ছি? বর্তমান সরকারের ভিশন-২১, ফোর্সেস গোল, ভিশন-২০৪১ আমরা দেখছি। ক্রীড়া ক্ষেত্রে এ ধরনের কোনো পরিকল্পনা তো দেখি না।
*লেখক: মো. রিয়াদুল আহসান নিপু, ব্যাংকার