বিশ্বকাপে এবিসি ‘কমবক্স’

এবিসি রেডিওর স্টুডিওতে ক্রিকেট ধারাভাষ্য টিমের সদস্যরা
ছবি: সংগৃহীত

‘সবার আগে তাড়াতাড়ি বিশ্বকাপ সরাসরি’ এ শ্লোগান নিয়ে এবারের বিশ্বকাপ টি–টোয়েন্টি ক্রিকেটের ধারাভাষ্য দিয়ে শ্রোতাদের মাতিয়ে রেখেছিল এবিসি রেডিও ‘কমবক্স’। এবিসি রেডিও ৮৯.২ এফএম-এ মাসব্যাপী ক্রিকেট উন্মাদনা যাদের কন্ঠে জীবন্ত হয়ে উঠেছিল: তারা হলেন রবিউল ইসলাম, সাথিরা জাকির জেসি, প্রান্তর দাস অনয়, তাওসীফ কবির, সাজ্জাত উদাস, তানজিম উল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, সাইফুল ইসলাম সোহেল, আলিফ তাসনীম ও জ্যোতি জান্নাতুল।

দেখতে দেখতে মাসব্যাপী আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আজ পাকিস্তান ও ইংল্যান্ডের ফাইনালের মধ্য দিয়ে যবনিকা নামবে এবারের বিশ্বকাপ ক্রিকেটের।

কথা হয় ধারাভাষ্য টিমের সদস্য উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রবিউল ইসলামের সাথে। রবিউল জানান,‘এবারের বিশ্বকাপের প্রথম ওভারের প্রথম বল থেকেই যুক্ত রয়েছি এবিসি কমবক্সের সঙ্গে। বাংলাদেশের দুই খেলার বিজয়ের যেমন সঙ্গী হতে পেরিছি, তেমনি দেখেছি স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফেভারিট ভারতের বিদায়ের করুণ গল্প।’

এবিসি রেডিওর স্টুডিওতে ক্রিকেট ধারাভাষ্য টিমের কয়েকজন
ছবি: সংগৃহীত

কমবক্সের আরেক সদস্য  ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগে কর্মরত প্রান্তর দাস অনিক বলেন, ‘এ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের  মতো ছোট দলগুলোর উত্থানের সাহসী বার্তা।’

এবিসি রেডিওর স্টুডিওতে ক্রিকেট ধারাভাষ্য টিমের কয়েকজন।
ছবি: সংগৃহীত

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক সদস্য সাথিরা জাকির জেসি বলেন, ‘এবিসি রেডিওর সবাই খুবই ফ্রেন্ডলি। আমি ক্রিকেটার হিসেবে জাতীয় দলের সদস্য ছিলাম, এখন আম্পায়ারিং করি।

তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় কাজ হচ্ছে ধারাভাষ্য দেওয়া, কারণ এখানে চাপমুক্তভাবে খেলার সঙ্গে যুক্ত থাকা যায়।’

এবিসি রেডিওর নিয়মিত আরজে নাদিয়া নিতুল ও রেহান রসুলও ছিলেন এই দলের সঙ্গী হয়ে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এবিসি রেডিওর নির্বাহী প্রযোজক সাগর শাহরিয়ার।