শাবিপ্রবির লোকপ্রশাসন দ্বাদশ ব্যাচের শিক্ষাসমাপনী ও র‍্যাগ ডে সম্পন্ন

২০১৬-১৭ শিক্ষাবর্ষে (স্নাতক) যাত্রা শুরু করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের দ্বাদশ ব্যাচ। গত রোববার বাহারি রঙের মাখামাখি ও আনন্দ–উল্লাসের মধ্য দিয়ে জমকালো আয়োজনে শিক্ষাসমাপনী ও র‍্যাগ ডে পালন করে ব্যাচটি।

ক্যাম্পাসে বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি, ক্লাস অ্যাসাইনমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি—এভাবে পার হয় জীবনের সবচেয়ে সেরা দিনগুলো। কখন যে সময় চলে যায়, কেউ টেরই পায় না। চারটি বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে টুং করে বেজে ওঠে বিদায়ের ঘণ্টা। শিক্ষাজীবনের সেই মধুময় দিনগুলো বিদায়ী শিক্ষার্থীর পিছু ডাকে।

মধুময় এ দিনগুলোর স্মৃতি হৃদয়ের ফ্রেমে বেঁধে রাখতে, স্মরণীয় করে রাখতে আনন্দে, উচ্ছ্বাসে, স্লোগানে, রঙে-রূপে এক অপরূপ সাজে সজ্জিত হয়ে বিশ্ববিদ্যালয় জীবনকে আরও স্মরণীয় করে রাখতে লোকপ্রশাসন বিভাগের দ্বাদশ ব্যাচ কর্তৃক আয়োজিত এ র‍্যাগ ডে পালন করেন শিক্ষার্থীরা।

র‍্যাগ ডে উপলক্ষ্যে ওই দিন বেলা ১১টায় শিক্ষাভবন-ডি–এর সামনে কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। পরে বিভাগের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আনন্দ র‍্যালি বের হয়।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সাবিনা ইয়াসমিনসহ বিভাগের অন্য শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

র‍্যালি পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে গান, বাদ্য বাজিয়ে শিক্ষার্থীদের উল্লাসের সমন্বয়ে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনের আনন্দ, বিষাদ, বিচ্ছেদ আর নিজেদের কাছের সময়গুলোর স্মৃতিচারণ ভাগাভাগি করে নেন শিক্ষার্থীরা।

লেখক: শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।