অযত্নে ময়মনসিংহের আলেকজান্ডার ক্যাসল

ছবি: লেখক

আলেকজান্ডার ক্যাসল ময়মনসিংহের একটি অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। ১৮৮৯ সালে মহারাজা সূর্যকান্ত আচার্য এটি তৈরি করেন। তৎকালীন ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ডের পত্নী আলেকজান্দ্রার নামানুসারে ভবনটির নাম করা হয়েছিল ‘আলেকজান্দ্রা ক্যাসল’। রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ ভ্রমণকালে এটি পরিদর্শন করেছেন।

ছবি: লেখক

বর্তমানে দৃষ্টিনন্দন ভবনটি জরাজীর্ণ এবং সংরক্ষণের উদ্যোগের অভাব লক্ষণীয়। সামনের সাইনবোর্ডটিও অত্যন্ত ঝাপসা। অনেক স্থানে লেখা উঠে গেছে। ভবনের সামনে গ্রিক দেবির হাতও কালের বিবর্তনে ভেঙে গেছে। একসময় আলেকজান্দ্রা ক্যাসলের চারপাশে দৃষ্টিনন্দন সীমানাপ্রাচীর থাকলেও বর্তমানে কিছুই অবশিষ্ট নেই। একসময় লোহার নির্মিত ভবনটি টিচার্স ট্রেনিং কলেজের লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হতো।

নতুন প্রজন্ম ও ঐতিহ্য রক্ষার স্বার্থে আলেকজান্ডার ক্যাসল সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

  • লেখক: মো. রিয়াদুল আহসান নিপু, অগ্রণী ব্যাংকে কর্মরত।