উত্তাল বাংলাদেশ

ঝিরঝির বৃষ্টি
স্যাঁতসেঁতে রাস্তাঘাট
কিন্তু থেমে নেই সংগ্রামীদের ‘মার্চ ফর জাস্টিস’।
প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন
এক একটি রক্তান্ত প্রতিবাদ।
উত্তাল বাংলাদেশ—
ঠুসঠাস শটগানের গুলির শব্দ
সাউন্ড গ্রেনেডের বিকট আওয়াজ
কাঁদানে গ্যাসের শেলের কুণ্ডলীতে
নগরবাসী আজ
                   লালশোকে দীপ্তিমান।
থেমে নেই রাজপথ
থেমে নেই খুলনা, চট্টগ্রাম, নরসিংদী
থেমে নেই সিলেট, রাজশাহী
থেমে নেই ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, নাটোর–পাবনা
থেমে নেই আটষট্টি হাজার গ্রাম।

আজ জেগেছে প্রতিবাদের প্রতিরোধ
টগবগে আঠারো
থামাবার আর নেই
কোনো প্রতিষেধক।
চারদিকে খই ফুটেছে স্লোগানে স্লোগানে
মেঘের গুড়ুম গুড়ুম ধ্বনিতে
উচ্চারিত রাজপথ—‘জেগেছে রে জেগেছে,
ছাত্রসমাজ জেগেছে; লেগেছে রে লেগেছে,
রক্তে আগুন লেগেছে’।

লাখো লাল তরুণের প্রতিধ্বনিতে
ধ্বনিত—
          বায়ান্ন
                  উনসত্তর
                            একাত্তর
                                    নব্বই।
মায়ের শূন্য হয়ে যাওয়া বুকে
আগ্নেয়গিরির দাউ দাউ করে জ্বলে ওঠে
মলিন বাংলাদেশ।

সন্ধ্যা গড়িয়ে রাতের অন্ধকার নেমে আসে
তবুও থেমে নেই—সংগ্রামীদের ‘মার্চ ফর জাস্টিস’।
বৃষ্টি যেন আন্দোলনের প্রাণশক্তি
অন্যায়–অবিচার–বৈষমের বিরুদ্ধে
গণদেবতার অমরবাণী।

উত্তাল বাংলাদেশ
ছাত্র–শিক্ষক–অভিভাবক, দিনমজুর
কবি–লেখক–শিল্পীর
চোখেমুখে বৃষ্টিস্লাত প্রতিবাদ।

আবার বুলেটের গুলিতে হবিগঞ্জের
মোস্তাক মিয়া, শত শত আহত
গণমিছিলের স্বপ্নরা।
পরশুরামের মুহুরী ভেঙেছে
হাজারও মায়ের ক্রন্দনে।

এই উত্তাল রুখবে কে?
                         আছে কার হিম্মত।

২ আগস্ট ২০২৪