বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থসহায়তা দিয়েছে ডব্লিউএফপি

ফেনীর দাগনভূঞা উপজেলায় নগদ সহায়তার আগে সুবিধাভোগীদের তথ্য সংগ্রহের কাজ চলছেছবি: বিজ্ঞপ্তি

বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজারের বেশি নারী এবং তাঁদের পরিবারকে নগদ অর্থসহায়তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ১০ সেপ্টেম্বর থেকে সহায়তা দেওয়া হয়। কুমিল্লা, ফেনী, মৌলভীবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার মানুষ খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে সরাসরি বিকাশের মাধ্যমে ছয় হাজার করে টাকা পাচ্ছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় ৯০ হাজার পরিবারকে আবাদি জমি পুনর্বাসন বা পুনরুদ্ধারে সহায়তা দেবে বিশ্ব খাদ্য কর্মসূচি। এতে প্রতিটি পরিবার থেকে একজন সক্ষম ব্যক্তি ১৫ দিনের কাজে যুক্ত হবেন এবং দৈনিক ৫০০ টাকা করে পাবেন। এ ছাড়া যাঁদের পরিবারে একজনও সক্ষম সদস্য নেই—এমন ১৫ হাজার পরিবারকে তাঁদের প্রয়োজন অনুসারে আয়-উৎপাদনমূলক কর্মকাণ্ডে যুক্ত করা হবে।

ডব্লিউএফপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেলি বলেন, ‘ডব্লিউএফপির সহায়তা কার্যক্রম মূলত তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাকে কেন্দ্র করে। পাশাপাশি জীবিকার সুযোগ তৈরি করে সেখানকার মানুষকে আরও শক্তিশালী, সহিষ্ণু করে তুলতে এবং পুনর্গঠনের জন্য ডব্লিউএফপি কাজ করছে।’ বিজ্ঞপ্তি