শ্যামনগরে ৫ দিনের ইংরেজি শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব) আয়োজন ও রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে ২১ থেকে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল পাঁচ দিনের ইংরেজি বিষয়ের শিক্ষক প্রশিক্ষণ। গত বুধবার শ্যামনগরের জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আবদুল আলিম ও কম্পিউটার প্রশিক্ষক আবদুল্লাহ আল মামুন।
রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে শ্যামনগরের পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন ইংরেজি শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. রঞ্জিত পোদ্দার, বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার শিক্ষাবিষয়ক পরামর্শক কে এস ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।
এ ছাড়া ভাব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্পের অধীনে তিনটি মাদ্রাসা থেকে তিনজন ইংরেজি শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষকেরা বলেন, ইতিপূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক যে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, সেখানে যে শিখন ঘাটতি ছিল, এ প্রশিক্ষণের মাধ্যমে তা পূর্ণতা পেয়েছে। এখন তাঁরা দক্ষতার সঙ্গে পাঠদান করতে পারবেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান শিক্ষকেরা যাতে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন, এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করবেন।
মো. আক্তার হোসেন বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণ ও দক্ষতা মূল্যায়নে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ত্রিপানি বিদ্যাপীঠ ও সেরা শিক্ষক ত্রিপানি বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক আবদুল্লাহ আল মামুন, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের আলমগীর হোসেন ও বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার ইয়াসিন আলীর হাতে পুরস্কার তুলে দেন।