পাঠকের ছবি (৪ মে ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
খাওয়াদাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। ছবিটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড় থেকে সম্প্রতি তোলা
ছবি: সাকিব হাসান
২ / ৮
সবুজের মাঝে এক নিঃশব্দ সংগ্রাম। তারাইল, মাঝিগাতী, মুকসুদপুর, গোপালগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: স্বাধীন খন্দকার
৩ / ৮
যে গ্রাম প্রকৃতির মায়া ছড়ায়, শহর থেকে গ্রামের দিকে টেনে নিয়ে আসে। সে রকমই একটি চোখজুড়ানো গ্রাম মায়া ছড়াচ্ছে চারদিকে। ছবিটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর নয়াদীঘিপাড়া গ্রামের
ছবি: মো. রাসেল ভূঁইয়া
৪ / ৮
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রাবাস। পাঁচ ছাত্রাবাসের মিলনস্থল ঈশা খাঁ ছাত্রাবাসের পশ্চিম পাড়ে সাদা মোজাইক পাথরে পুকুরঘাটে ‘ভ্রাতৃত্বের মোহনা’ নির্মিত হয়েছে। গতকাল শনিবার এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ৪ মে
ছবি: দীন মোহাম্মদ দীনু
৫ / ৮
একসময় গ্রামের বাড়িতে বাঁশের ব্যবহার ছিল চোখে পড়ার মতো। ঘরে বেড়া বা ছাউনিতে বাঁশ ব্যবহৃত হতো। কিন্তু গ্রামেও এখন আর বাঁশ-মুলি দিয়ে কেউ ঘর বানায় না। তাতেই এ খাতের কারিগরদের এখন দুরবস্থা চোখে পড়ার মতো। অনেকেই এ পেশা ছেড়ে দিয়েছেন। হাতে গোনা দু–একজন কারিগরই এখন এ পেশায় আছেন। ছবিটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা বাজার থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৬ / ৮
গ্রামটির নাম জাজিরা। মেঘনার কাছে প্রকৃতির ছায়াঘেরা গ্রামটি দেখতে অসাধারণ। গ্রামের কৃষকেরা গরুর খাদ্য খড় সংগ্রহ করে পালা দিয়ে রাখছেন। বর্ষায় যখন ঘাস পানিতে তলিয়ে থাকবে, তখন গরুকে দেওয়া হবে এসব খড়। ছবিটি মুন্সিগঞ্জের জাজিরা থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রাসেল ভূঁইয়া
৭ / ৮
পুরোনো কলাগাছের অবসান হয়েছে। নতুন প্রজন্ম এসেছে। পাতায় পাতায় খুশির ঝিলিক। বেড়ে ওঠার আনন্দে অক্সিজেন বিলানো। কথা বলা। সবুজের নিজস্ব ভাষা আছে। আত্মস্থ করতে পারলে পৃথিবীর মোহ পরাজিত হয়, নয়তো পৃথিবী চেপে বসে পাথরের মতো
ছবি: সঞ্জয় দেবনাথ
৮ / ৮
এক পাশের জমিতে ধান কাটা শেষ। কাটা ধান আঁটি বেঁধে রাখা হয়েছে। কৃষক আঁটিগুলো নিয়ে যাবে ধান মাড়াইয়ের জন্য। মাড়াই–ঝাড়া–শুকানোর পর ধান কৃষকের গোলায় উঠবে। ছবিটি কুমিল্লার লালমাই থেকে সম্প্রতি তোলা।
ছবি: হাসান ইমাম