ক্লেমন ইউনি ক্রিকেটে হ্যাটট্রিক শিরোপা বাংলাদেশ ইউনিভার্সিটির
‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’ সপ্তম আসরের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি। গত বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে পাঁচ উইকেটে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি ঘরে তুলেছে তৃতীয় শিরোপা।
আসরের ফাইনাল ম্যাচে বাংলাদেশ ইউনিভার্সিটির বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। তবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা হাসিমুখে করতে পারেনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। স্কোরবোর্ডে ৫৭ রান তুলতেই তারা হারিয়ে বসে পাঁচ-পাঁচজন ব্যাটসম্যান।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ব্যাটসম্যানরা কেউই দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে অতিরিক্ত থেকে। নির্ধারিত ৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬৩ রানের বেশি করতে পারেনি তারা। বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে সোহেল রানা ১০ রানে ৩ উইকেট, আবদুল গাফ্ফার ৭ রানে ২ উইকেট এবং শফিক ১৮ রানে ১ উইকেট লাভ করেন।
শিরোপার লক্ষ্য ব্যাট করতে নামেন বাংলাদেশ ইউনিভার্সিটির দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জহিরুল ইসলাম। ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল তাদের, তবে দলীয় ১৬ রানে ক্যাচ তুলে ফিরে যান অধিনায়ক শান্ত। একপর্যায়ে দলীয় স্কোরবোর্ডে ২৬ রান তুলতেই বাংলাদেশ ইউনিভার্সিটি হারিয়ে বসে উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে।
এরপর দলের হাল ধরেন সোহেল রানা। তাঁর অনবদ্য ব্যাটিংয়ের সুবাধে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ইউনিভার্সিটি। সোহেল রানা পাঁচ ছয় এবং তিন বাউন্ডারির সাহায্যে ১৫ বলে অপরাজিত ৪২ রান করেন। মূলত সোহেলের ক্যামিওতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নিল বাংলাদেশ ইউনিভার্সিটি। স্ট্যামফোর্ডের আলমগীর ১০ রানে ২ উইকেট লাভ করেন।
ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রাইজমানি হিসেবে পেয়েছে পাঁচ লাখ টাকা। আর রানার্সআপ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি পেয়েছে দুই লাখ টাকা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন সাবেক তারকা আতাহার আলী খান, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটের ‘থ্রি ক্রিকস’ বরাবরের মতোই এবারও এই আসরের আয়োজন করেছিল।
৩২টি ইউনিভার্সিটি নিয়ে এই টুর্নামেন্টের ‘টুর্নামেন্ট সেরা’ হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বাংলাদেশ ইউনিভার্সিটিকে দুর্দান্ত জয় এনে দেওয়া সোহেল রানা। ফাইনালে তিনি ৪২ রান এবং ১০ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন। বিজ্ঞপ্তি