জাতীয় প্রাণিসম্পদ উপদেষ্টা সিস্টেমের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কৃষি মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য গত ২৯ এপ্রিল রাজধানীর একটি হোটেলে জাতীয় প্রাণিসম্পদ উপদেষ্টা সিস্টেমের ওপর এক কর্মশালার আয়োজন করা হয়েছিল। ক্লাইমেট অ্যাডাপ্টেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর সাউথ এশিয়া প্রজেক্টের আয়োজনে অধিদপ্তরের কোর অপারেশনাল গ্রুপের জন্য জাতীয় প্রাণিসম্পদ উপদেষ্টা সিস্টেমের ওপর এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, ওয়েবসাইটের মাধ্যমে তাপমাত্রা পর্যবেক্ষণ করা যাবে। এর সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন তথ্যের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে প্রান্তিক ও বাণিজ্যিক খামারিদের আগাম দিক্নির্দেশনা দেওয়া যাবে।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলী আকবর। কর্মশালায় প্রাণিসম্পদ খাতে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় অংশ নিয়ে কর্মকর্তারা ওয়েবসাইটে কীভাবে কোনো এলাকার তাপমাত্রা পূর্বেই পর্যবেক্ষণ করবেন, তা জেনেছেন। এর সঙ্গে এটি নিয়ে একটি বিশেষ অ্যাপস তৈরিসহ নানা পরামর্শ প্রদান করেন। ক্লাইমেট-স্মার্ট লাইভস্টক ডিসিশন সিস্টেমের (ডিএসএস) মাধ্যমে গুরুত্বপূর্ণ ইভেন্ট পরামর্শ, সতর্কতা এবং তাপ সম্পর্কে সতর্কতা নিয়ে আলোচনা হয়। এর মধ্য স্বয়ংক্রিয়ভাবে ডেটা সংগ্রহ, তাপমাত্রা পূর্বাভাস যাচাই করা, মেশিন লার্নিং-ভিত্তিক সংশোধন পূর্বাভাসের ভিজ্যুয়ালাইজেশন, রোগ নির্ণয়, মেটাডেটা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা হয় কর্মশালায়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজুল হকের নির্দেশে, কর্মকর্তাদের সমন্বয়ে কোর টিম গঠন করা হয়েছে। রিয়াজুল হক বলেন, আত্মকর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং নিরাপদ প্রাণিজ প্রোটিন সরবরাহে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী গত ১৮ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন এবং আমাদের উৎসাহিত করেন। তাপপ্রবাহের পূর্বাভাস আগেই প্রান্তিক অঞ্চলে পৌঁছানো গেছে, তাই গরমে গবাদিপশুর চরম ক্ষতি থেকে রক্ষা করা গেছে। এই পূর্বাভাস দিতে সহযোগিতা করার জন্য আঞ্চলিক সমন্বিত মাল্টি–হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমকে কৃতজ্ঞতা জানান তিনি।