মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি আশিক, সম্পাদক তালহা
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার (১৯ জানুয়ারি) সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস ও খোলা কাগজ প্রতিনিধি তৌফিকুল ইসলাম আশিক। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মর্নিং পোস্ট প্রতিনিধি তালহা বিন হাবিব।
অন্য সদস্যরা হলেন আতিক ইশরাক রিজভী (সহসভাপতি), মো. রাহাদ আলী সরকার (যুগ্ম সাধারণ সম্পাদক), মাজহারুল হক মাসুদ (কোষাধ্যক্ষ), মো. সামিউল ইসলাম প্রমি (সাংগঠনিক সম্পাদক), সানজীম সাজিদ জীম (দপ্তর সম্পাদক), সাদিকুর রহমান সাদি (প্রচার ও প্রকাশনা সম্পাদক), তাসফিয়া তাবাস্সুম (কার্যনির্বাহী সদস্য)
এ ছাড়া সহযোগী সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন খালিদ হাসান (সহযোগী সদস্য), রাইসুল ইসলাম (সহযোগী সদস্য), শেখ সাদাদ বিন আবদুল আহাদ (সহযোগী সদস্য)।
*লেখক: সাদিকুর রহমান সাদি, শিক্ষার্থী, ডিপার্টমেন্ট অব মেরিটাইম ল’ অ্যান্ড পলিসি, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)