নাগরিক–৫
সেকশন: , নাগরিক সংবাদ
ট্যাগ:
ছবি ১৩৫ নামে
মেটা ও এক্সসার্প্ঠ:
শোল্ডার:
হেডিং:
আজ বৃহস্পতিবার বিশ্ব গর্ভনিরোধ দিবস ২০২৪ উপলক্ষে গর্ভনিরোধ বিষয়ে সচেতনতা বাড়াতে রাজধানী ঢাকার বিএসএমএমইউর অডিটরিয়ামে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এ সেমিনারের আয়োজন করে। ওই সেমিনারে সায়েন্টিফিক পার্টনার হিসেবে সার্বিক সহযোগিতা করেছে রেনাটা পিএলসি।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসক হালিদা হানুম আখতার, সিনিয়র ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল হেলথ, জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, বাল্টিমোর, ইউএসএ বলেন, ‘গর্ভনিরোধ সম্পর্কে যথাযথ জ্ঞান, সতর্কতা এবং সরকারি ও বেসরকারি উদ্যোগ ৩৫ শতাংশ মাতৃমৃত্যু হার কমিয়ে আনতে পারে। ডিক্যাল কলেজ এবং প্যারা মেডিকেল ইনস্টিটিউটগুলোতে বাধ্যতামূলকভাবে গর্ভনিরোধ এবং পরিবার পরিকল্পনা বিষয় যদি অন্তর্ভুক্ত করা যায়, তাহলে এ ক্ষেত্রে আরও সাফল্য অর্জন সম্ভব।
ওজিএসবি সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান বলেন, ‘প্রসব–পরবর্তী সময় গর্ভনিরোধ ব্যবস্থা সম্পর্কে একজন মাকে ধারণা দেওয়ার জন্য উপযুক্ত সময়। প্রসব–পরবর্তী সময়ে কোন কোন ধরনের গর্ভনিরোধ ব্যবস্থা নেওয়া সম্ভব, তিনি এ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মহাপরিচালক, ফ্যামিলি প্লানিংয়ের লাইন ডিরেক্টর মো. ফাইজুর রহমান।
ওজিএসবির সাবেক সভাপতি, অধ্যাপক ফেরদৌসী বেগম তাঁর বক্তব্যে জানান ডায়াবেটিস, হৃদরোগ কিংবা উচ্চ রক্তচাপজনিত রোগের বেলায় গর্ভনিরোধ পদ্ধতি গ্রহণের বিষয়ে আমাদের নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় চিকিৎসকেরা যথাযথ চিকিৎসা প্রদানে সমস্যায় পড়েন। তিনি এ বিষয়ে নীতিমালা তৈরির জন্য গুরুত্ব আরোপ করেন।
অধ্যাপক সালমা রউফ, সেক্রেটারি জেনারেল, ওজিএসবি সেমিনারটি সঞ্চালনা করেন। সেমিনারে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন অধ্যাপক আফজালুন্নেসা চৌধুরী, অধ্যাপক গুলশান আরা, চিকিৎসক মো. রফিকুল ইসলাম তালুকদার, লাইন ডিরেক্টর, ডিজিএফপি, আবু জামিল ফয়সাল, গণস্বাস্থ্যবিশেষজ্ঞ ও অধ্যাপক আনয়ারা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি