মেরামতকাজ চলায় ঢাকা-হোমনা সড়কে দড়িকান্দি এলাকায় যানজট, গরমে দুর্ভোগে মানুষ
দুই লেনের ঢাকা-হোমনা সড়কে তিতাস উপজেলার জিয়ারকান্দি সেতু এবং দড়িকান্দি সেতুর মাঝখানে মেরামতের কাজ চলায় ব্যাপক জনদুর্ভোগ হচ্ছে। কয়েক দিন ধরেই এই ঢাকা-হোমনা সড়কে মেরামতকাজ চলছে। তবে বর্তমানে জিয়ারকান্দি সেতু এবং দড়িকান্দি সেতুর মাঝখানের সড়কে মেরামতকাজ চলছে।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার পর মূলত ট্রাফিক কন্ট্রোলে অনিয়মের কারণে জিয়ারকান্দি সেতু এবং দড়িকান্দি সেতুর মাঝখানের সড়কে যানজটে পড়ি। সড়কে ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে জিয়ারকান্দি সেতুর দুই পাশে এবং দড়িকান্দি সেতুর দক্ষিণ অংশে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। এ গরমে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের গাড়িতে বসে থাকতে হচ্ছে। কোনো উপায় না পেয়ে অনেক সাধারণ মানুষ হেঁটে গন্তব্যস্থানে যেতে হচ্ছে।
আমার মনে হয়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কুমিল্লার হোমনা, তিতাস, বাতাকান্দি থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে দড়িকান্দি সেতুর উত্তর অংশে যদি থামানো হয় এবং দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে ছেড়ে আসা গাড়িগুলো যদি দড়িকান্দি সেতুর দক্ষিণ অংশে থামানো হয় এবং লেন নিয়ন্ত্রণ করা হয়, তাহলে এ সড়কে কোনো গাড়ির জটলা বাঁধবে না। এ ব্যাপারে সদয় দৃষ্টি আকর্ষণ করছি।