নেট সমাচার

ফাইল ছবি: রয়টার্স

ছুটি আপনার কেমন হলো
গেলেন কোন দেশে?
সবার নাকি ঘুম কেড়েছেন
ভার্চ্যুয়ালি রেশে।
বিরতিতে নেট সমাচার
নাইতো মোদের দাবি,
যেটা খুশি সেটা করেন
আপনার হাতে চাবি।
এনালগের সময় গেছে
দূরত্ব ছিল অল্প,
ডিজিটালের পদার্পনে
ভুলে গেছি গল্প।
তুমি থাকলে ভালো সবার
পৃথিবী হাতের মুঠে,
পরিবারের আড্ডা হয় না
তোমার পিছে ছুটে।
ভালো-মন্দ আশেপাশে
বুঝিনা যে মোরা!
সহজ হয়ে গেছে সবই
আমরা কপাল পোড়া।