সরকারি আইসিটি অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

সরকারি আইসিটি অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন হয়েছেছবি: আইসিটি অফিসার্স ফোরামের সৌজন্যে

সরকারের বিভিন্ন দপ্তরের তথ্যপ্রযুক্তি (আইসিটি)–বিষয়ক কর্মকর্তাদের সংগঠন ‘গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম’–এর নতুন কমিটি গঠন হয়েছে। নির্বাচনের মাধ্যমে তাদের এ কমিটি হয়। সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ জুলাই রাজধানীর শেরেবাংলা নগর আদর্শ মহিলা কলেজে তাদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রথমবারের মতো অনুষ্ঠিত ভোটে পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মো. তমিজ উদ্দীন আহমেদ সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মো. আহসান হাবীব সুমন মহাসচিব নির্বাচিত হয়েছেন। এতে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে কমিটি গঠন হয়েছে। সভাপতি মো. তমিজ উদ্দীন আহমেদ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারি আইসিটি জনবলের সমন্বয়ে একক প্রশাসনিক কাঠামো বাস্তবায়নের মাধ্যমে ফোরামকে এগিয়ে নেওয়া হবে।