হাইড্রোকার্বন ইউনিটের গবেষণা কার্যক্রমের কনফারেন্স শুরু
হাইড্রোকার্বন ইউনিট–এর ২০২৩-২৪ অর্থবছরের গবেষণা কার্যক্রমের আওতায় ‘Primary Energy Conference’ আজ বৃহস্পতিবার সকালে হাইড্রোকার্বন ইউনিটের সম্মেলনকক্ষে (১৫৩ পাইওনিয়ার রোড, সেগুনবাগিচা, ঢাকা) শুরু হয়েছে। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) শাহিনা খাতুন। হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মো. শামীম খান কনফারেন্সে সভাপতিত্ব করেন।
২০২৩-২৪ অর্থবছরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের জ্বালানি নিরাপত্তাসংক্রান্ত গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে প্রাইমারি জ্বালানি, তথা তেল, গ্যাস, কয়লা, বায়োগ্যাস, নবায়নযোগ্য জ্বালানি ইত্যাদি সরবরাহ নিশ্চিতকরণ এবং এতৎসংক্রান্ত বিষয়ে বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে গবেষণা কার্যক্রম গ্রহণ করা হয়। সে লক্ষ্যে দেশের স্বনামধন্য ৬টি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ১ জন বিশেষজ্ঞসহ মোট ১০ জন গবেষকদের সঙ্গে আলাদা আলাদা বিষয়ে গবেষণা কার্যক্রম গ্রহণ করা হয়। মোট ৪১টি প্রাপ্ত আবেদন থেকে নানা মানদণ্ড বিবেচনা করে এই ১০ গবেষণা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।