ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভার নতুন কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্যতম সামাজিক সংগঠন প্রথম আলো বন্ধুসভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ বর্ষের জন্য কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হয়েছে আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোশারফ খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মেহেদি হাসান।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভার কক্ষে ফেসবুক লাইভের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। কার্যক্রমের উদ্বোধন করেন কবি ও কথাসাহিত্যিক এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। একে একে সারা দেশের কমিটিগুলোর ঘোষণা দেওয়া হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির পরিচালনা পর্ষদে রয়েছেন সহসভাপতি মামুনুর রশিদ ও অনিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. আনমুন জেসমিন ও রিফাত ইসলাম রুচি, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির আহমেদ শিশির, সহসাংগঠনিক সম্পাদক সজল কুমার, অর্থ সম্পাদক লামিয়া আফরোজ রিহা, দপ্তর সম্পাদক তানজীব সারোয়ার, প্রচার সম্পাদক সাইদুর রহমান শাহিদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইয়াসির আরাফাত, সাংস্কৃতিক সম্পাদক ইফাদ হাসান, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, প্রশিক্ষণ সম্পাদক সাদিয়া রশিদ খুশি, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সানাম সালতানা জেসি, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মো. রিফাত হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক দীন ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাইবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সানজিদ ইসলাম সাহিব, ম্যাগাজিন সম্পাদক নূর রাদিয়া তাহিয়াত, বইমেলা সম্পাদক নিয়ন মনি, কার্যনির্বাহী সদস্য মাকসুদুল হাসান রাব্বী, সিদরাতুল মুনতাহা মিথিলা ও খাদিজাতুল কোবরা।
উল্লেখ্য, পাঠকই প্রথম আলোর প্রাণ। প্রথম আলো বন্ধুসভা এই পাঠকদেরই সংগঠন। প্রথম আলো কেবল একটি সংবাদপত্র নয়; রাষ্ট্রে ও সমাজে শুভ, কল্যাণ ও শ্রেয়বোধ প্রতিষ্ঠায় সচেষ্ট একটি প্রতিষ্ঠান।
বাংলাদেশের তরুণসমাজের বিপুল পাঠকগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ। তারা এ দেশের ভবিষ্যতের নির্মাতা। তাদের রুচি, মেধা ও মূল্যবোধের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বলতর হবে।
নিজেকে উন্নততর মানুষ হিসেবে গড়ে তুলতে পারা তাই তরুণসমাজের এক বড় কর্তব্য। তাহলেই তারা মেধা, শ্রম, শিক্ষা ও রুচি দিয়ে দেশ, মানুষ ও বিশ্বমানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারবে। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে তারা উদ্বুদ্ধ হতে পারে দেশপ্রেম ও মানবকল্যাণে, নিজেদের গড়ে তুলতে পারে ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে।
বন্ধুসভা তরুণদের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চার করতে চায়। এটি মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ।