২০২৫: আশার আলো ও দায়িত্বশীলতার বছর
আমরা নতুন বছর ২০২৫-এ পা রেখেছি, সঙ্গে নিয়ে চলেছি প্রচুর চ্যালেঞ্জ এবং অপরিসীম আশা। সদ্য বিদায়ী ২০২৪ সালের ডিসেম্বর আমাদের জন্য রেখে গেছে বায়ুদূষণের ভয়াবহ রেকর্ড, যা গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ। নিয়ন্ত্রণহীন ইটভাটা, শিল্পকারখানার ধোঁয়া, ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম্য, অযাচিত নির্মাণকাজ এবং যত্রতত্র বর্জ্য পোড়ানো—দূষণের এই উৎসগুলো আমাদের স্বাস্থ্য ও পরিবেশের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলছে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিবেশ রক্ষা করা কোনো বিকল্প নয়, বরং টিকে থাকার অপরিহার্য শর্ত।
তবুও এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবর্তনের সঙ্গে আসে আশা, আর আশার সঙ্গে আসে দায়িত্ব। মানুষের মধ্যে নতুন করে আশাবাদ জন্ম নিয়েছে, আমাদের জাতির উজ্জ্বল ভবিষ্যতের প্রতি বিশ্বাস জেগেছে। হয়তো ২০২৫ সালেই আমাদের অর্থনীতি পুরোপুরি পুনরুদ্ধার হবে না, তবে এই বছরই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার ভিত্তি গড়ে তুলতে হবে।
একজন পেশাজীবী, নাগরিক এবং পৃথিবীর অভিভাবক হিসেবে, আমাদের দায়িত্ব নিতে হবে পরিবেশ, অর্থনীতি এবং সমাজের এমন সব সমাধানের জন্য, যা একটি সুন্দর আগামী নির্মাণ করবে। আসুন, ২০২৫ সালকে পরিণত করি আত্মবিশ্লেষণ, পুনর্গঠন এবং অগ্রগতির বছরে।
পরিচ্ছন্ন বায়ু, শক্তিশালী সমাজ এবং সমৃদ্ধ অর্থনীতির একটি উত্তরাধিকার রেখে যাওয়ার অঙ্গীকার করি। সবাইকে নিরাপদ, পরিবেশবান্ধব এবং সমৃদ্ধিশালী ২০২৫ এর শুভেচ্ছা জানাই!
লেখক: এম এ আজিজ, ইফাদ টাওয়ার, তেজগাঁও, ঢাকা
**নাগরিক সংবাদ-এ গল্প, ভ্রমণকাহিনি, ভিডিও, ছবি, লেখা ও নানা আয়োজনের গল্প পাঠান [email protected]এ