ময়মনসিংহ সদরের চর কালীবাড়ি ও চর নিলক্ষীয়া এলাকায় সারা বছর সবজি উৎপাদিত হয়। এসব উৎপাদিত সবজি ব্রহ্মপুত্রে পার হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদীচী ঘাট হয়ে ভোরবেলায় ক্যাম্পাসে প্রবেশ করে। ছবিতে বাবা-ছেলে সবজিবোঝাই ভ্যান নিয়ে বিক্রির জন্য যাচ্ছে। উদীচী ঘাট, বাকৃবি ক্যাম্পাস, ১৩ জুলাইছবি: দীন মোহাম্মদ দীনু