পাঠকের ছবি

১ / ৭
সকালের জীবন। চলনবিল, চাটমোহর, পাবনা, ১৩ জুলাই
ছবি: সিয়াম খন্দকার
২ / ৭
নেত্রকোনার বিরিশিরির মূল আকর্ষণ হলো বিজয়পুর চীনামাটির খনি। এর বুক চিরে বয়ে গেছে সবুজ ও নীলচে স্বচ্ছ পানির হ্রদ। বিরিশিরি হলো খুবই সুন্দর এক গ্রাম। ছবিটি আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) তোলা
ছবি: সূর্য দাস
৩ / ৭
গ্রামীণ মে‌ঠোপ‌থে বাইসাই‌‌কেলে গন্ত‌ব্যে যা‌চ্ছে দুই শিশু। নখারপাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর। ছ‌বি‌টি সম্প্রতি তোলা
ছ‌বি: মাসুদার রহমান
৪ / ৭
সবুজ গাছে মোড়ানো বাড়ি, সঙ্গে শখের কবুতর পালন। বকুলতলা, রংপুর, ১২ জুলাই
ছবি: জুয়েল আহমেদ
৫ / ৭
বর্ষাকালে হাওরপাড়ের মানুষের যাতায়াতের একমাত্র বাহন নৌকা। বিশাল  হাওরের মাঝ বরাবর নৌকায় করে মানুষ ছুটে চলেছে তার গন্তব্যে। হাওরপাড়ে রয়েছে অসংখ্য গ্রাম। গ্রামের পরই রয়েছে ভারতের সুউচ্চ মেঘালয় পর্বতশ্রেণি। ছবিটি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৬ / ৭
ময়মনসিংহ সদরের চর কালীবাড়ি ও চর নিলক্ষীয়া এলাকায় সারা বছর সবজি উৎপাদিত হয়। এসব উৎপাদিত সবজি ব্রহ্মপুত্রে পার হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদীচী ঘাট হয়ে ভোরবেলায় ক্যাম্পাসে প্রবেশ করে। ছবিতে বাবা-ছেলে সবজিবোঝাই ভ্যান নিয়ে বিক্রির জন্য যাচ্ছে। উদীচী ঘাট, বাকৃবি ক্যাম্পাস, ১৩ জুলাই
ছবি: দীন মোহাম্মদ দীনু
৭ / ৭
নেত্রকোনার সেরা দর্শনীয় স্থান হলো বিরিশিরি। এর বুক চিরে বয়ে গেছে সবুজ ও নীলচে স্বচ্ছ পানির হ্রদ। ছবিটি আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) তোলা
ছবি: সূর্য দাস