অনলাইন প্ল্যাটফর্মে কাজ ও যে সতর্কতা দরকার
চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে তথ্যপ্রযুক্তির প্রসার ব্যাপকভাবে আমাদের জীবনকে প্রভাবিত করেছে। প্রযুক্তি আমাদের জীবনব্যবস্থাকে অনেকটাই সহজ করে দিয়েছে। পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। আমাদের দেশও তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। গতানুগতিক পেশা ছেড়ে তাই আজ হাজারো তরুণ–তরুণী তথ্যপ্রযুক্তিকে পেশা হিসেবে নিয়ে সফলতার মুখ দেখেছেন। দেশের কয়েক লাখ মানুষ এই তথ্যপ্রযুক্তির পেশায় যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন। অনেক তরুণ–তরুণী ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও করেও উপার্জনের পথ বেছে নিচ্ছেন।
তথ্যপ্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করেছে, একইভাবে কিছু অসাধু মানুষ এই খাতকে অপব্যবহার করে মানুষের সর্বনাশ করেছে। বিভিন্ন অবৈধ অ্যাপের মাধ্যমে প্রলোভন দেখিয়ে কিংবা ফিশিং লিংক অথবা ভিশিং কলের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। যার খবর আমরা বিভিন্ন সময়ে মিডিয়াতে দেখতে পেয়েছি। ইদানীং ভিশিং কলের মাধ্যমে (ভুয়া) চাকরি দেওয়ার নামে মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। এক বা একাধিক অসাধু চক্র প্রতিনিয়ত এমন ফোনকল করে মানুষকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করছে।
অনলাইনে কাজ করা মানে এমটিএফই, ফরেক্স, গুগল ভয়েস কিংবা বিভিন্ন বেটিং অ্যাপে ইনভেস্টমেন্ট করা নয়। এগুলো দেশের প্রচলিত আইন অনুযায়ী অবৈধ। অল্প সময়ে ধনী হওয়ার লোভে পড়ে অনেক সাধারণ মানুষ এই দিকে পা বাড়িয়ে বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। তাই এসব অ্যাপে ইনভেস্টমেন্ট করার আগে দ্বিতীয়বার নয়, বারবার ভাবতে হবে। নিজের মধ্যে সচেতনতা তৈরি ছাড়া এসব লোভ সামলানোও কঠিন কাজ।
অনলাইনে কাজ মানে হলো সাধারণ কথায়, বিভিন্ন প্রতিষ্ঠিত মার্কেটপ্লেস, যেমন আপওয়ার্ক, ফাইভারসহ প্রতিষ্ঠিত অনলাইন মাধ্যম। যেখানে বিদেশি ক্লায়েন্টরা কাজ দেওয়ার মাধ্যমে আপনার আয়ের একটা পথ তৈরি হয়। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা এন্ট্রি, গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্টসহ আরও বিভিন্ন ধরনের কাজ বিদেশি ক্লায়েন্টরা আপনাকে দিয়ে করিয়ে নেওয়ার মাধ্যমে পারিশ্রমিক দেন। সে ক্ষেত্রে দক্ষতা, সময়, পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন হয়। রাতারাতি কোটিপতি হওয়ার কোনো সুযোগ এসব মার্কেটপ্লেসে নেই। তাই অহেতুক অবৈধ মাধ্যমে ইনভেস্ট করে স্বল্প সময়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা বাদ দিতে হবে। না হলে একদিন না একদিন বিপদ অবধারিত।
আমাদের দেশের অনেক পরিশ্রমী ফ্রিল্যান্সারসহ তথ্যপ্রযুক্তি খাতে অনেক উদ্যোক্তা আছেন, যাঁরা দিনরাত অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে মূল্যবান বৈদেশিক মুদ্রা এনে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তাঁদের প্রতি সম্মান ও ভালোবাসা।
*লেখক: প্রীতম মণ্ডল, ব্যাংক কর্মকর্তা
**নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস: [email protected]