ঝুম বৃষ্টি

কালো মেঘের ছায়ে,
আঁধার ঘনিয়ে আসে,
মনের একূল-ওকূল
দুকূল ছাপিয়ে বর্ষা নামে।
কবেকার কোন মায়া,
একচিলতে মেঘ হয়ে
মনের আকাশে দেয় হানা
একঘেয়ে বৃষ্টির মতন।
গোলাপি হাসির আভায়
হলুদ পরাগ মেখে, সুখের
সুর প্রতিধ্বনিত হয় দুচোখে
চুড়ির রিনিঝিনি ছন্দে।
ভালোবাসা যেন উপচিয়ে
পড়ে, সমস্ত শরীর–মনজুড়ে,
নিশ্চুপ হৃদয় হয় বেসামাল
স্নিগ্ধফোটা অযুত শতদলে।
মায়া যেন এক বিস্ময়ের।
লেখক: বেসরকারি ব্যাংকে কর্মরত।

নাগরিক সংবাদ-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]