একটি নাম সবকিছুর স্মৃতি

উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখেন শিক্ষার্থীরা। ভবিষ্যতের স্বপ্ন ঘিরে শুরু হয় নানা রঙের ক্যাম্পাস–জীবন। সেই জীবনে নিজ বিভাগের সঙ্গেই প্রথম পরিচয় হয়। সময়ের সঙ্গে তৈরি হয় মায়া-ভালোবাসা। অনেকেই বলে থাকি ‘ক্যাম্পাস আমাদের দ্বিতীয় পরিবার’। ঠিক ক্যাম্পাস–জীবনের ইতিও ঘটে এই বিভাগের মাধ্যমেই। বিশ্ববিদ্যালয়ে নিজেদের স্মৃতি রেখে যেতে কেউ ভুলে যান না।

তেমনি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের সদ্য বিদায়ী শিক্ষার্থীরা প্রিয় বিভাগে ‘নামফলক’ উন্মোচন করেছেন।

গত সোমবার বিভাগের সদ্য বিদায়ী শিক্ষার্থীদের উপহার দেওয়া এই ‘নামফলক’ উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল হোসেন। বিভাগটির ৩৫তম ব্যাচের শিক্ষার্থীরা অক্টোবর ২০২২ সেশনে তাঁদের অনার্সের যাত্রা শেষ করলেও নিজেদের বিভাগের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ এই উপহার দিয়েছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল হোসেন বলেন, ‘ফার্মেসি বিভাগ সব সময়ই নতুনত্বের সঙ্গে ভালো কাজ করে থাকে। আজকের এই আয়োজনও যথেষ্ট ভালো ছিল। সামনে যারা আসবে, তারাও নতুন কিছু করতে চাইবে এবং করবেও।’

সদ্য বিদায়ী শিক্ষার্থী মাহিয়ান পারভেজ প্রান্ত বলেন, ‘আমরা চেয়েছি নিজেদের স্মৃতি রেখে যেতে। চার বছর এই বিভাগে পড়েছি। জমেছে নানা স্মৃতি, অজান্তেই তৈরি হয়েছে মায়া।’ আরেক বিদায়ী শিক্ষার্থী রাকিব হাসান। তিনি বলেন, ‘একটি নামেই সবকিছুর স্মৃতি। ক্লাস, পরীক্ষা, ল্যাব, বন্ধুত্ব... এসবের সাক্ষী এই বিভাগ, যে নামটি সবার মনে থাকবে আজীবন। আমরা আজীবন থাকব না, থাকবে বিভাগ। এই বিভাগই আমাদের কথা মনে করিয়ে দেবে সবাইকে।’

ফার্মেসির বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান বলেন, ‘আমাদের শিক্ষকদের সবারই ভালো লাগছে। নিঃসন্দেহে ভালো কাজ এটি। এমন উদ্যোগ নবীনদের আরও অনুপ্রাণিত করবে বলে আমরা আশাবাদী।’