ছোট্ট দিনের স্কুল

বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। এ সময় তৃষ্ণা মেটাতে পানি পান করছে এক শিক্ষার্থী। জিলা স্কুলের মোড়, খুলনা, ৫ মেছবি: সাদ্দাম হোসেন

ভোর সকালে ঘুম থেকে উঠে

স্কুলেতে যাই,

বন্ধুরা সব ডেকে ওঠায়

বন্ধু খুঁজে পাই।

বই-খাতা কাঁধে নিয়ে

চলি ওদের সাথে,

স্কুলেতে সবাই আসে

মিলিত হই যাতে।

দল বেঁধে সব খেলা করে

নানান রকম খেলা,

স্কুল মাঠে সবুজ ঘাসে

কাটে সকালবেলা।

টিফিনেতে মন্ডা মিঠাই

সঙ্গে কলা-রুটি,

মিলেমিশে সকলে খাই

হয় রে যখন ছুটি।

বন্ধু মানে রঙিন মেলা,

বন্ধু মানে ভাই,

ছোট্টবেলার স্কুল বন্ধু

তুলনা যার নাই।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]