অর্থনীতি কি আসলেই কঠিন
অর্থনীতি বিষয়টি নিয়ে বেশির ভাগ শিক্ষার্থীদের একটি নেতিবাচক ধারণা হচ্ছে, অর্থনীতি খুবই কঠিন। অর্থনীতি সবার জন্য নয়। যাঁরা মেধাবী, শুধু তাঁরাই ভালো ফলাফল করতে পারেন এবং বিষয়টি বুঝতে পারেন। আবার যাঁরা খুব ভালো অঙ্ক পারেন, তাঁদের জন্য এটা সহজ। বিজ্ঞান আর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য সহজ, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অনেক কঠিন।
বিভিন্ন অর্থনীতির গ্রুপ বা পেজে দেখা যায়, সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা বা যাঁরা অনার্সে ভর্তি হবেন, এমন শিক্ষার্থীরা প্রশ্ন করেন, অর্থনীতি বিষয়টি কেমন, কঠিন না সহজ। অর্থনীতি নিলে কি পড়তে পারবেন? তখন যাঁরাই উত্তর দিয়ে থাকেন, তাঁরা বলেন যে অর্থনীতি অনেক কঠিন, জীবন শেষ হয়ে যাবে অর্থনীতি পড়লে। অর্থনীতি না নেওয়ার জন্য পরামর্শ দেন তাঁরা।
আসলে কারা বলে এসব কথা?
যাঁরা বলেন, হয় তাঁরা অর্থনীতি কখনো পড়েননি বা অর্থনীতিতে অনার্স করেছেন বা করতেছেন কিন্তু কখনোই ভালো করে বুঝে ও ধারাবাহিকভাবে পড়েননি, তাঁরাই নেতিবাচক কথা বলে থাকেন। পরীক্ষার কয়েক দিন আগে পড়ে পরীক্ষা দিয়েছেন, এমন অনেকে বলেন, অর্থনীতি অনেক কঠিন। কিন্তু কখনোই কি যাঁরা প্রথম থেকেই সবকিছু বুঝে পড়েছেন, তাঁরা কি বলেছেন অর্থনীতি কঠিন?
অর্থনীতিতে অনেক কঠিন অঙ্ক থাকে, ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিতের জন্য এটা অনেক কঠিন সাধারণত যে অঙ্কগুলো করা হয় এগুলো নেই। মানবিকে যারা ছিল তারা পারবে না, আসলে কি তাই?
অনেক কঠিন একটি অঙ্ক দুই বা তিনবার একসঙ্গে নিয়ম অনুযায়ী করলে কি এটা আর কঠিন থাকে? অঙ্ক করার নিয়মটা সামনে রেখে এ–সম্পর্কিত কয়েকটা অঙ্ক করলে কি এটা কঠিন থাকার কোনো সম্ভাবনা আছে, নাকি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে? আর এত যে কঠিন অঙ্ক থাকে, এ রকমও নয়।
প্রথম থেকেই ধারাবাহিকভাবে পড়লে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা—যেকোনো বিভাগের শিক্ষার্থীদের জন্য অর্থনীতি অনেক সহজ। অর্থনীতি পড়ার জন্য আগে থেকেই ইন্টারমিডিয়েট পর্যন্ত যে অর্থনীতি থাকতেই হবে বা উচ্চতর গণিতের অঙ্ক জানা থাকতে হবে বা অঙ্কে অনেক ভালো হতে হবে—এ রকম কোনো কিছুই প্রয়োজন নেই। শুধু অনার্সের প্রথম বর্ষ থেকে ধারাবাহিক ও বুঝে পড়তে হবে। অর্থনীতিকে ভালোবাসার সঙ্গে মন থেকেই পড়তে হবে এবং একটু সময় দিতে হবে ও সঠিক উপায়ে পরিশ্রম করতে হবে। সঠিক পদ্ধতিতে পরিশ্রম করলে সফলতা ধরা দেবেই।
অর্থনীতি নিয়ে ভয় পাওয়া ও চিন্তা করার মতো কিছুই নেই।
আমি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমি এসএসসি ও এইচএসসিতে মানবিক বিভাগে ছিলাম। আমার অনার্স প্রথম বর্ষে সিজিপিএ–৩.৭৫। দ্বিতীয় বর্ষে সিজিপিএ–৩.৬৩। আমি তৃতীয় ও চতুর্থ বর্ষে যেন আমার ফলাফল আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এ জন্য সবাই দোয়া করবেন।
আমার মতে, অর্থনীতি একটুও কঠিন নয় বরং সহজ ও মজার একটি বিষয়। যাঁদের অর্থনীতি নিয়ে পড়ার ইচ্ছা আছে বা যাঁরা অর্থনীতি নিয়ে অনার্সে ভর্তি হয়েছেন, সবাই ভয় ও চিন্তা ছাড়া পড়বেন।
লেখক: নাহিন আক্তার রাকা, তৃতীয় বর্ষ, অর্থনীতি বিভাগ, এম সি কলেজ, সিলেট
**নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]