বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসহায়তা দিচ্ছে ডব্লিউএফপি
বাংলাদেশে ভয়াবহ বন্যায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে ৪০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। বন্যা মোকাবিলায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সহায়তা কার্যক্রম শুরু করেছে। এ দেশীয় বেসরকারি সংগঠনগুলোর (এনজিও) সহযোগিতায় ডব্লিউএফপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে জরুরি ত্রাণসহায়তা দিচ্ছে। জরুরি খাদ্যচাহিদা মেটাতে ৬০ হাজার পরিবার (প্রায় ৩০০,০০০ মানুষ) ফোর্টিফায়েড বিস্কুট পাচ্ছেন। ইতিমধ্যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও মৌলভীবাজারে বিতরণ শুরু হয়েছে। শিগগিরই লক্ষ্মীপুর ও কক্সবাজারে শুরু হবে।
ডব্লিউএফপি বাংলাদেশ কান্ট্রি অফিসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমোন পার্চমেন্ট বলেন, ‘ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের তাৎক্ষণিক চাহিদা পূরণের জন্য আমরা সরকারের নেতৃত্বাধীন ত্রাণ প্রচেষ্টার সমর্থনে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমাদের ফোকাস হলো, আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোকে খাদ্যসহায়তা দেওয়া, যাদের অপর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে ও নিজেদের রান্না করার উপায় নেই।’
এদিকে ২৬ আগস্ট থেকে ডব্লিউএফপি জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের নেতৃত্বে একটি দ্রুত মূল্যায়ন মিশনে যোগ দিয়েছে। মাঠপর্যায়ে চাহিদার ওপর ভিত্তি করে ডব্লিউএফপি প্রয়োজনে তার সহায়তা কার্যক্রম বাড়ানোর জন্য প্রস্তুত আছে। যার মধ্যে রয়েছে খাদ্য প্যাকেজ এবং নগদভিত্তিক সহায়তার ব্যবস্থা যেখানে বাজারগুলো সচল আছে। পাশাপাশি সংস্থাটি পানি ব্যবস্থাপনা ব্যবস্থা, সড়ক ও বাঁধ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণের লক্ষ্যে কাজের বিনিময়ে নগদ প্রকল্প চালু করার প্রস্তুতি নিচ্ছে। বিজ্ঞপ্তি