ল্যাম্পপোস্ট আছে, বাতি নেই
সবুজের লীলাভূমি ও সৌন্দর্যের সমারোহে পরিচিত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কিন্তু একসময়ের সেই আলোকিত ক্যাম্পাস বর্তমানে দিনের আলো ফুরাবার সঙ্গে সঙ্গেই যেন আলোও ফুরিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ ও বিভিন্ন মহলের অবহেলা, অযত্নে ক্যাম্পাসে এখন ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পয়েন্টে ল্যাম্পপোস্ট থাকলেও অধিকাংশ ল্যাম্পপোস্টগুলোয় পর্যাপ্ত বাতি নেই। এর মধ্যে অন্যতম হলো বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মেয়েদের হলে যাওয়ার প্রধান রাস্তা। দুই পাশে ঘন জঙ্গল থাকা সত্ত্বেও রাস্তাটির ল্যাম্পপোস্টে কোনো বাতি নেই। সন্ধ্যার পর ল্যাম্পপোস্টগুলোয় আলো জ্বলার কথা। কিন্তু যখন সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে আসে, তখন আর ল্যাম্পপোস্টগুলোয় আলো জ্বলে না।
ভুতুড়ে পরিবেশ হওয়ায় রাস্তাটি এখন মাদকাসক্তদের কাছে আড্ডাখানায় পরিণত হয়েছে। বারবার বলার পরও কর্তৃপক্ষের প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিতে দেখা যায় নি।
শিক্ষার্থীরা বলছেন, ভুতুড়ে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ মাদক সেবনের নিরাপদ পরিবেশ হয়ে উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থীদের একমাত্র নিরাপত্তার জায়গা হলেও প্রশাসন তাঁদের পূর্ণ নিরাপত্তা দিতে বারংবার ব্যর্থ হচ্ছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি বিষয়টি সুনজরে দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
লেখক: আব্দুল আজিজ, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।