গোল্ডেন এ প্লাস বলে কি কোনো জিপিএ আছে
গোল্ডেন এ প্লাস (A+) শব্দটি আমরা সাধারণত হরহামেশাই শুনে থাকি। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের সময়। আদৌ কি গোল্ডেন এ প্লাস (A+) বলে কোনো জিপিএ আছে? দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর জারি করা জিপিএ বা গ্রেড পয়েন্ট এভারেজের একটা কাঠামো আছে। ওই কাঠামোতে বলা আছে, সর্বোচ্চ গ্রেড (৮০ থেকে ১০০ মার্কস পেলে এ প্লাস (A+))।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পরীক্ষার বিষয়গুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একটি বাধ্যতামূলক, অন্যটি ঐচ্ছিক। কেউ যদি সব বিষয়ে এ প্লাস (A+) পায় সেই গ্রেডও এ প্লাস (A+)। আবার কেউ যদি ঐচ্ছিক বিষয় মিলে এ প্লাস (A+) পায়, সেই গ্রেডও এ প্লাস (A+) বলে। আমাদের যেসব মেধাবী ছেলে সব বিষয়ে এ প্লাস (A+) পায়, তাদের সর্বোচ্চ মেধাবী ধরা হয়। এখন সেই সর্বোচ্চ মেধাবীরা যদি গোল্ডেন এ প্লাস (A+) বলে ভুল জিপিএর বর্ণনা করে, তাহলে সমাজে একটি ভুল শিক্ষার প্রবর্তন থেকেই যায়।
জেনে রাখা ভালো, গোল্ডের চেয়ে যে আরও দামি ধাতু রয়েছে, যেমন প্লাটিনাম, ইউরেনিয়াম, ডায়মন্ড (হীরা) ইত্যাদি। তাহলে গোল্ডেন এ প্লাস (A+) শব্দটি আমাদের সমাজে একটি মিথ হিসেবে অলিখিত মৌখিকভাবে প্রচলিত হয়ে গেছে।
নতুন প্রজন্মের উচিত, এ ধরনের মিথ থেকে বের হয়ে আসা অথবা শিক্ষা মন্ত্রণালয়ের উচিত এ প্লাসের (A+) উপরে যদি কোনো গ্রেড থাকে, তাহলে তা যোগ করে সঠিক মূল্যায়ন করা। অন্যথায়, গোল্ডেন এ প্লাস (A+) শব্দটি ব্যবহার থেকে বিরত থাকা উচিত সবার।
জিপিএ-৫ প্রাপ্তদের শুভকামনা। যারা জিপিএ-৫ পাওনি, হতাশ হয়ো না, চেষ্টা চালিয়ে যাও। মনে রাখবে, জিপিএ-৫ একটি গ্রেডমাত্র, সফলতার আরও অনেক অপশন আছে জীবনে। সফলতার অনেক ধাপ আছে জীবনে, এগিয়ে যাও। সবার জন্য শুভকামনা।
লেখক: আবদুস সাত্তার, লেখক ও প্রযুক্তিবিদ