কাপ্তাই সড়ক চার লেনে উন্নীত করা হোক
চট্টগ্রাম জেলার কাপ্তাই সড়ক চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। কাপ্তাই সড়কের উভয় পাশে অবস্থিত হাটবাজারগুলো স্থানান্তর করা জরুরি। এর কারণে সৃষ্ট ট্রাফিক জ্যামে অফিসে দেরি হয় ও কর্মঘণ্টা বিনষ্ট হয়। জ্যামে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়, কাপ্তাই সড়কের ফুটপাত দখল করে হাটবাজারগুলোর কারণে কাপ্তাই সড়কে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হচ্ছে, এ ছাড়া কাপ্তাই সড়কের দুই পাশে অবৈধ পার্কিংয়ের কারণে চট্টগ্রাম শহরে যাতায়াত ব্যাহত হচ্ছে, রাঙ্গুনিয়া উপজেলা থেকে চট্টগ্রাম শহরে রোগী বিশেষ করে শিশু ও প্রসূতি নিয়ে চিকিৎসাসেবা গ্রহণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিভিন্ন চাকরিজীবী শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা ও কর্মচারী শহর থেকে রাঙ্গুনিয়া ও রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরে সঠিক সময়ে নিজ নিজ কর্মস্থলে পৌঁছাতে পারছে না, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে বেগ পেতে হচ্ছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নগদ সরবরাহের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
এসব হাটবাজার কাপ্তাই সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। পাশাপাশি কাপ্তাই রোডকে চার লেনে উন্নীত করার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, কাপ্তাই রোড ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের সঙ্গে সংযোগ সড়ক।
*লেখক: এম এ কাইয়ুম, সমাজকর্মী। রাঙ্গুনিয়া। চট্টগ্রাম।