নাসিব–এর সহায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মনিরুল হক খানের দায়িত্ব গ্রহণ

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)–এর প্রশাসনিক কার্যক্রম এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পাদনের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা মোতাবেক প্রশাসকের মেয়াদ গত ১১ ফেব্রুয়ারি (১১-০২-২০২৫) শেষ হয়েছে এবং এ পর্যন্ত কোনো প্রশাসক নিয়োগ করা হয়নি। যেহেতু প্রশাসকের মেয়াদ শেষ হয়েছে, সেহেতু গত ২০ মার্চে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, প্রশাসক সুব্রত কুমার দে বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী ৫ সদস্য বিশিষ্ট সহায়ক কমিটি গঠন করেন। নতুন প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত অথবা কার্যনির্বাহী কমিটি না আসা পর্যন্ত নাসিবের সার্বিক কার্যক্রম উক্ত সহায়ক কমিটি দ্বারা পরিচালিত হবে।

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) নতুন সহায়ক কমিটিতে লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেডের পরিচালক মনিরুল হক খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মো. আব্দুল হামিদ, স্বত্বাধিকারী মোহনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ময়মনসিংহ; মো. সফিকুল ইসলাম, স্বত্বাধিকারী রাজশাহী সিল্ক গার্মেন্টস; হাজী আব্দুস সাত্তার, স্বত্বাধিকারী মেসার্স সাত্তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ব্রাহ্মণবাড়িয়া; মো. খলিলুর রহমান, প্রোপাইটর এম কে এন্টারপ্রাইজ, জামালপুর। এমতাবস্থায়, বাণিজ্য সংগঠন আইনের ধারা মোতাবেক গঠিত সহায়ক কমিটি দ্বারা জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)–এর সকল কার্যক্রম পরিচালিত হবে। প্রেস বিজ্ঞপ্তি

‘নাগরিক সংবাদ’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com