ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলের পানি সমস্যা নিরসন হোক

মা–বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠান। আমি যাতে ঠিকভাবে লেখাপড়া করি, ঠিকমতো খাওয়াদাওয়া করি, সুস্থ থাকি; সেই জন্য তাঁরা দিনরাত পরিশ্রম করে থাকেন। অথচ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, অপরাজনীতি, হলের পরিবেশ—সব মিলিয়ে খুবই দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। ডাইনিংয়ের খাবার থেকে শুরু করে গোসলের পানিতে পর্যন্ত সমস্যা।

ইদানীং দেখা যাচ্ছে যে গোসলের পানিতেও কালো কালো গুঁড়া ময়লা ভাসতে দেখা গেছে। খাবারের জন্য যে ট্যাপের পানি, সেটাও ঠিকমতো পরিষ্কার না করার কারণে সেই পানিতেও মাঝেমধ্যে ময়লা পানি আসছে। পানির সমস্যার কারণে যাদের সেনসেটিভ স্কিন, তাদের আরও সমস্যা হচ্ছে, মাথার চুলে পর্যন্ত সমস্যা হচ্ছে। এমতাবস্থায় আমরা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের মেয়েরা খুবই সমস্যায় আছি। এ ছাড়া আমাদের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়নের ব্যাপারে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে। এসবের কারণে আমরা প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছি। এ ব্যাপারে পদক্ষেপ নিলে সাধারণ শিক্ষার্থীদের অনেক উপকার হয়।

*লেখক: তামান্না ইসলাম, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।