১ / ৮
হারিয়ে যাওয়া ঐতিহ্য গ্রামের সাঁকো। একসময় গ্রামাঞ্চলে নদী বা খাল পারাপারের কাজে ব্যাপক ব্যবহৃত হতো। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই সাঁকো। পাইথালী, আশাশুনি, সাতক্ষীরা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নাজমুল হুসাইন
২ / ৮
অস্ট্রেলিয়ায় বাবা দিবস পালিত হয় সেপ্টেম্বর মাসের প্রথম রোববার। সেই হিসেবে এবার বাবা দিবস পালিত হয়েছে ৩ সেপ্টেম্বর। এদিন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের শিক্ষার্থীরা বাংলা ভাষায় বাবাদের নিয়ে তাদের অনুভূতির কথা লিখেছে। প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এসব শিশুর দ্বিতীয় ভাষা হলো বাংলা। তাই তাদের হাতে বাংলা লেখা প্রশংসার দাবি রাখে
ছবি: মো. ইয়াকুব আলী
৩ / ৮
প্রকৃতির মুগ্ধতা বাগানবিলাস। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাগীব হাসান সিফাত
৪ / ৮
বর্ষাকালে তুরাগ নদের প্রকৃত চিত্র। ইয়ারপুর, আশুলিয়া, ঢাকা, ৫ সেপ্টেম্বর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ৮
প্রতিবছরের মতো এ বছরও ইসলামী বিশ্ববিদ্যালয়ে পূজা উদ্‌যাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ পূজা, শোভাযাত্রা, ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত শুক্রবার। বর্ণিল সাজে সজ্জিত হয় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডর। এবারই প্রথম জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ পূজা ডিএসসিসির করিডরে অনুষ্ঠিত হয়
ছবি: সুকান্ত দাস
৬ / ৮
ভাদ্রের ‘তালপাকা’ গরমে বেতাল জনজীবন। শীত আসতে এখনো অনেক দেরি, অথচ ভাদ্রের সকালে মাঝারি কুয়াশা। আবহাওয়ার খামখেয়ালি মনোভাব যেন বেড়েই চলেছে। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রাম থেকে তোলা
ছবি: সফিউল্লাহ লিটন
৭ / ৮
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশের সবুজ বুকের ওপর রুপালি জলস্রোত নিয়ে বয়ে চলেছে অসংখ্য ছোট-বড় নদী। নদ-নদী এই দেশকে জালের মতো জড়িয়ে রেখেছে। তাই নদীর সঙ্গে গড়ে উঠেছে বাংলাদেশের মানুষের গভীর মিতালি। ছবিটি রাজশাহী আই বাঁধ থেকে সম্প্রতি তোলা।
ছবি: এস আলী দুর্জয়
৮ / ৮
সন্ধ্যা নামার আগমুহূর্তে, টুকরা টুকরা মেঘের ভেলা, আকাশে ভাসছে, ব্যস্ত শহরের মানুষগুলো স্বস্তির নিশ্বাস ফেলার জন্য উদ্যানে বসে আছে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তামিম হোসেন