কী খাচ্ছি

ফাইল ছবি

আদিম যুগে বানরদের খুব প্রিয় এক রাজা ছিল। সবাই তাকে মান্যগণ্য, শ্রদ্ধাভক্তি করত। একদিন কয়েকটা বানর বনের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা মস্ত বড় পাকা আম পেয়ে যায়। এত বড় আম জীবনে দেখেনি। নিজেরা না খেয়ে আমটা নিয়ে গিয়ে তাদের প্রিয় রাজামশাইকে উপহার দেয়। খুশিমনে বানর রাজা আয়েশ করে আমটা খায়। স্বাদ বুঝি একটু বেশিই ছিল। চেটেপুটে খেতে খেতে অসাবধানতাবশত আমের আঁটিটা সুড়ুত করে পেটের মধ্যে চালান হয়ে যায়। ব্যস, বেধে যায় লঙ্কাকাণ্ড।

ব্যাপারটা হলো, বানরের পেটে নাকি সবকিছু হজম হলেও আমের আঁটি হজম হয় না। সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। পরদিন যা হওয়ার তাই—রাজামশাইয়ের শৌচকর্ম বন্ধ হয়ে যায়। পথে বাধা হয়ে দাঁড়ায় কুখ্যাত সেই আমের আঁটি। ডাকা হয় বৈদ্য, ডাকা হয় কবিরাজ। কিন্তু আঁটিও গলে না, পথও খোলে না। ক্রমেই রাজার পেট ফুলতে থাকে, অসুস্থতা বাড়তে থাকে। চারদিকে কান্নার রোল পড়ে যায়।

এক দিন যায়, দুই দিন যায়। কিছুতেই কিছু হয় না। তিন দিনের দিন বানররাজা পেট ফুলে মারা যায়। মরার আগে প্রজাদের উদ্দেশে নসিহত করে যায়, তোমরা যা–ই কিছু খাওনা কেন, আগে মাপ দিয়ে তারপর খাবে। সেই থেকে অদ্যাবধি কোনো বানর কিছু খেতে গেলে, দেখবেন, আগে–পেছনে ঠেকায়। যেন মাপ বুঝে নেয়।

মাপ বুঝে খাওয়া শুধু বানর নয়, মানুষের জন্যও গুরুত্বপূর্ণ। সেখান থেকেই নাকি আমাদের মুখে মুখে চালু হয়েছে, সেফটি ফার্স্ট (নিরাপত্তাই প্রথম) কথাটা। অফিস-আদালত, কলকারখানায় কথাটা প্রায়ই লেখা দেখা যায়। কিন্তু জৈববৃত্তির অন্যতম অনুষঙ্গ খাবারদাবারের ক্ষেত্রে কি সেটা মানা হয়? বিশেষ করে বাংলাদেশে?

সাম্প্রতিক কালে আমাদের আর্থসামাজিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। বেড়েছে ক্রয়ক্ষমতা। কিন্তু কষ্টার্জিত অর্থ দিয়ে আমরা কী খাচ্ছি? কীভাবে খাচ্ছি? খাবার আগে খাদ্যের নিরাপত্তার কথা কি ঠান্ডা মাথায় একটিবারও ভাবছি? বাজার থেকে কিনে আনা শাকসবজির কথাই ধরা যাক। খাদ্যগুণ বিচারে এর জবাব নেই। কিন্তু খেত থেকে শুরু করে পেটে যাওয়ার আগপর্যন্ত কী কী ভয়ংকর ঘটনা ঘটতে পারে, চলুন মনের চোখে একবার দেখে নিই।

কৃষকের শ্রমে-ঘামে উৎপাদিত যে শাকসবজি আমরা খাই, সেটা খেত থেকে তোলার আগে বিশেষ করে রাতে ওই খেতে কী ঘটে থাকে? সেখানে অবাধে চলাফেরা করতে পারে শিয়াল, কুকুর, ইঁদুর, বাদুড়, পোকামাকড় ইত্যাদি। তাদের মলমূত্র বা বিষ্ঠা শাকসবজিতে লাগতে পারে। এসব প্রাণীর কোনো কোনোটা আবার অসুস্থ অথবা জীবাণুবাহীও হতে পারে। ভালোভাবে ধুয়ে বা জীবাণুমুক্ত করে কি শাকসবজিগুলো বাজারজাত করা হয়? ধোয়া হলেও কোথায়, কীভাবে, কী দিয়ে ধোয়া হয়?

ফাইল ছবি

যে পাত্রে বা ঝুড়িতে খেত থেকে শাকসবজি তোলা হয়, সেগুলো হয়তো ঘরের বাইরে খোলা কোনো জায়গায় ফেলে রাখা ছিল। কুকুর-বিড়াল বা গরু-ছাগল নোংরা করে থাকতে পারে। ব্যবহারের আগে কি সেগুলো ঠিকমতো পরিষ্কার করে নেওয়া হয়?

অতঃপর ঝুড়ি থেকে হয়তো বস্তায় ভরে বাজারে পাঠানো হয়। সেগুলো কি সিমেন্টের বস্তা নাকি কীটনাশকের? ব্যবহারের আগে বস্তাগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় তো?
এবার আসি পরিবহনের কথায়। যে ট্রাক বা পিকআপ ভ্যানে করে শাকসবজিগুলো শহরে পাঠানো হয়, সে বাহনে কি আগের ট্রিপে গরু-মহিষ, মুরগি, মাছ, কীটনাশক, সার বা কেমিক্যাল পরিবহন করা হয়নি? এসব মালামাল বোঝাই করার আগে গাড়িগুলো কি যথাযথভাবে পরিষ্কার করা হয়?

ধরে নিই, শাকসবজিগুলো পরিবহনে চেপে মাঝরাতে রাজধানীর কারওয়ান বাজারে এসে পৌঁছায়। বস্তাগুলো ধপাস ধপাস করে যে জায়গায় ফেলা হয়, তার চেহারা কি দিনের ক্রেতারা কল্পনা করতে পারবেন? বস্তার মুখ গলে শাকসবজিগুলো বেরিয়ে এসে যে ডালায় বিক্রির জন্য প্রদর্শিত হয়, সেটা কোন পানি দিয়ে ধোয়া হয়েছে কিংবা আদৌ ধোয়া হয়েছে কি না, তা কে জানে? অথবা যে দাঁড়িপাল্লায় মেপে বিক্রি করা হয়, সেটা কি পরিষ্কার ও নিরাপদ?

অন্যের কথা ছাড়ুন। নিজে যে ব্যাগে করে আজ বাজার করছেন আগে তাতে কী কী মালামাল আনা–নেওয়া করেছেন? ঠিকমতো ধুয়েছেন তো? এমনকি বাজার থেকে আনা শাকসবজিগুলোর কিছুটা হয়তো রান্না করা হয়েছে, বাকিটা কি সরাসরি ফ্রিজে ঢোকানো হয়নি? রান্নার আগে সেটা ভালোমতো ভিজিয়ে, ধুয়ে জীবাণুমুক্ত করা হয়েছিল তো? ফ্রিজে ওঠানো অংশটুকু ময়লা, জীবাণুসহ উঠে পড়েনি তো?

খাওয়াদাওয়া শেষে অতিরিক্ত খাবারটুকুই–বা কী করেছেন? কাঁচা শাকসবজি, মাছ, মাংসের সঙ্গে রান্না করা ওই খাবার একই ফ্রিজে রাখছেন না তো? ফ্রিজের বদ্ধ পরিবেশে কোটি কোটি ভাইরাস-ব্যাকটেরিয়ার লুটোপুটির দৃশ্য খালি চোখে দেখা যায় না বটে, তাই বলে কি তারা নেই নাকি?

এত যে রোগবালাই, এত যে অসুখ–বিসুখ, তার কারণ হয়তো আমরা অনেকেই খুঁজে পাই না। কিন্তু নিয়মিত ডাক্তারের কাছে যায় না, মুড়ি-মুড়কির মতো মুঠো মুঠো ওষুধ খায় না—এমন পরিবার এ দেশে আছে নাকি? এত যে বুকজ্বালা, এত যে পেটের পীড়া কিংবা হার্ট, কিডনি, ফুসফুস, ব্লাডপ্রেশার, ডায়াবেটিসের মতো অসুখ–বিসুখ তা কি এমনি এমনি হয়? এর পেছনে উন্নত পুষ্টিগুণসম্পন্ন কিন্তু অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও রোগজীবাণুযুক্ত খাবারদাবারের ভূমিকা কতটুকু, তা কি ভেবে দেখার সময় আজও আসেনি? অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?

ফাইল ছবি: প্রথম আলো

নিত্যদিনের খাদ্য হিসেবে এখানে শাকসবজির অবতারণা একটা উদাহরণ মাত্র। দুধ, ডিম, মাছ, মাংসের ক্ষেত্রেও কি অনুরূপ অপরিচ্ছন্নতা ও অসাবধানতা ঘটছে না? দুধের কথাই ধরুন। এটি একটি সম্পূর্ণ ও আদর্শ খাবার। আমরা যতগুলো পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার পাই, তার মধ্যে দুধের উপকারিতা সবচেয়ে বেশি। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় আমিষ, ভিটামিন ও খনিজের চাহিদা পূরণে এর বিকল্প নেই। মাঝারি এক কাপ দুধে প্রায় ১৪০-১৫০ কিলোক্যালরি শক্তি, ৮-১০ মিলিগ্রাম মানসম্মত ফ্যাট, ৮-১০ মিলিগ্রাম উন্নত প্রোটিন, ১৩-১৫ মিলিগ্রাম শর্করা, ২৪-২৫ মিলিগ্রাম ঝুঁকিবিহীন কলেস্টেরল, ৯৮-১০০ মিলিগ্রাম সোডিয়াম, ভিটামিন, মিনারেলস এবং অন্যান্য পুষ্টি উপকরণ থাকে। আবার দামেও সস্তা এবং পাওয়া যায় সহজে। দুধের মধ্যে যে ল্যাকটোজ ও ক্যাজিন থাকে, তা অত্যন্ত শক্তিশালী ও মহামূল্যবান এবং পৃথিবীর আর কোনো খাবারে এগুলো পাওয়া যায় না। আপনার সন্তানের শারীরিক ও মানসিক বিকাশ এবং একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে এই দুধ ও দুধজাতীয় খাবারের সমতুল্য আর কী হতে পারে!

আমার প্রশ্নটা অন্যখানে। দুধ দোহনের আগে কি হাত ও পাত্র ভালোভাবে পরিষ্কার করা হয়? কিংবা গাভির ওলান? পরিমাপ ও বহনের জন্য যেসব পাত্র ব্যবহার করা হয়, তার মান ও পরিচ্ছন্নতা কেমন? বাজারে নেওয়ার পথে যদি কলাপাতা, খেজুরপাতা বা কচুরিপানা ব্যবহার করা হয়, তবে কি তা নিরাপদ? কিনে এনে কিছুটা হয়তো জাল দিয়ে খাওয়া হয়, বাকিটা কেউ কেউ ফ্রিজে তুলে রাখেন বিনা জালে। দিনের পর দিন সংরক্ষণের জন্য ক্ষতিকর প্লাস্টিকের পাত্র ব্যবহার করছেন না তো?

দুধের মহামূল্যবান গুণাগুণ সম্পর্কে অনেক মানুষই হয়তো ঠিকমতো জানে না। কিন্তু এর অনাকাক্ষিত এক সমঝদার হলো ব্যাকটেরিয়া। দুধের গন্ধ পেলে তাদের মাথা ঠিক থাকে না। সবকিছু ফেলে একযোগে ঝাঁপিয়ে পড়ে, দ্রুত বংশবিস্তার করে এবং মারাত্মক অ্যাসিডিক বিক্রিয়া ঘটায়। দুধ তাই একটা দ্রুত পচনশীল দ্রব্যে পরিণত হয়। তবে আপনি একটু সচেতন হলে অতি উপকারী এ খাবার ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে সহজেই রক্ষা করতে পারবেন। বজায় থাকবে এর খাদ্যগুণ ও মান। প্রাণিসম্পদ অধিদপ্তরের মতে, প্রতিদিন প্রত্যেকের প্রায় এক পোয়া বা ২৫০ মিলিলিটার দুধ পান করা উচিত।

ছবি: প্রথম আলো

এবার ডিমের কথায় আসি। ডিমের গুণাগুণ সম্পর্কে সবাই কমবেশি জানি। কিন্তু সেদ্ধ করার সময় কেউ কি লক্ষ করেছেন যে তাপ পেলে সবকিছু যেখানে নরম হয়ে আসে, সেখানে ডিম ক্রমেই শক্ত হয়ে ওঠে। কিংবা ডিমের শক্ত আবরণেও যে অতি ক্ষুদ্র ছিদ্র থাকে, তা কি জানেন? এগুলোকে পোরাস বা বহুরন্ধ্র বলে। ডিম ঠিকমতো না ধুলে এই পোরাসের মাধ্যমে জীবাণু খোসার ভেতরে প্রবেশ করতে পারে। আবার সাবান সোডা দিয়ে ধুলেও কিন্তু তা অন্য রকম ক্ষতির কারণ হতে পারে। তার চেয়েও বেশি ক্ষতিকর হয় যদি ভালোভাবে পরিষ্কার না করে রান্না করা হয় কিংবা ফ্রিজে রাখা হয়। অথচ বায়োলজিক্যাল ভেল্যু বিবেচনায় সেদ্ধ ডিমের প্রায় ৯৪ ভাগ পুষ্টি আমাদের শরীরে কাজে লাগে, যা দুনিয়ার আর কোনো খাবার থেকে কল্পনাও করা যায় না। তবে কাঁচা, আধা সেদ্ধ বা তেলে ভেজে খেলে ডিমের গুণাগুণ কিন্তু বহুলাংশে কমে যায়। পৃথিবীর প্রায় সব পুষ্টিবিদ প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

মাংস নিয়ে দুটি কথা না লিখলে অনেকের প্রিয় এ খাবারের প্রতি অবিচার করা হবে। মাংসে আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন, অ্যাসিড ও খনিজ লবণ বিদ্যমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং খামারিদের ঐকান্তিক প্রচেষ্টায় গরু, খাসি, মুরগি, মহিষ, ভেড়া ইত্যাদির মাংসে আজ আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কিন্তু জবাই করা থেকে খাওয়ার আগপর্যন্ত মূল্যবান এ খাবার ঘিরে কী পরিমাণ দূষণের ঝুঁকি থাকতে পারে, সে বিষয়ে সচেতন পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সাধারণ কটি প্রশ্ন তুলে ধরতে চাই। জবাইয়ের আগে প্রাণীটি অসুস্থ ছিল কি না, তা কি পরীক্ষা করা হয়েছিল? যে অস্ত্র দিয়ে জবাই করা হলো সেটাতে আগের দিনের মাংসের কুচি, রক্ত, জীবাণু লেগে ছিল না তো? যেখানে জবাই করা হলো, যার ওপর রাখা হলো, যেখানে কাটাকুটি করা হলো, সে জায়গাগুলো পরিষ্কার, নিরাপদ তো? দোকানে যে পানি দিয়ে মাংস ধোয়া হলো, তা দূষিত ছিল না তো? আর আপনার বাজারের ব্যাগ, বাসায় এনে ধোয়ার কাজে ব্যবহৃত পানি, সকালের মাংস সন্ধ্যায় কিনে আনা, কাঁচা মাংসের অংশবিশেষ অন্যান্য খাদ্যদ্রব্যের সঙ্গে ফ্রিজে তুলে রাখা, রান্না করা মাংসের অতিরিক্ত বা বেঁচে যাওয়া অংশ একই ফ্রিজে চালান করা—এসবের কারণে কী পরিমাণ ক্ষতি বা ঝুঁকি তৈরি হচ্ছে, তা ভেবে দেখেছেন তো?

ফাইল ছবি: প্রথম আলো

কয়েকটা অধিক পুষ্টিগুণসম্পন্ন খাবারের সহজে পরিহারযোগ্য ঝুঁকির কথা ছোট করে তুলে ধরলাম। ছোট ছোট ভুলে অনেক ভালোও যে মন্দে রূপান্তরিত হতে পারে, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এ লেখার উদ্দেশ্য। অবশ্য উপসংহারে যাওয়ার আগে পানির নাম না নিলে ভালো খাবারের প্রাথমিক তালিকা অপূর্ণ থেকে যাবে। আমরা সবাই জানি, পানির অপর নাম জীবন। ব্যবহারের দোষে বা সচেতনতার অভাবে বেঁচে থাকার অন্যতম এ অনুষঙ্গও কিন্তু মৃত্যুর কারণ হতে পারে। বিশেষ করে ট্যাপের পানি ভুলেও সরাসরি পান করার কোনো সুযোগ নেই। অবশ্যই ফুটিয়ে বা ফিল্টার করে খেতে হবে। প্লাস্টিকের ক্যান বা বোতলে রাখা পানি স্বাস্থ্যের জন্য মোটেও নিরাপদ নয়। আবার দেখা যায়, ট্যাপের অপরিষ্কার পানি দিয়ে গ্লাস ধুয়ে সেই গ্লাসে ফোটানো পানি ঢেলে মহাসুখে খাওয়া হচ্ছে। কিংবা খাবারের আগে প্লেট বা হাত ধোয়ার জন্য আপনি ট্যাপের বা দূষিত পানি ব্যবহার করছেন না তো? আমি প্রতিদিন প্রায় আড়াই কেজির মতো পানি পান করি। আপনি?

শেষ কথা হলো, ফুড সেফটি বা খাদ্য নিরাপত্তায় অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। প্রয়োজনীয় আমিষ, প্রোটিন ও শর্করার পর্যাপ্ততা বা সহজলভ্যতা অনেকাংশে নিশ্চিত হয়েছে। কিন্তু সেফ ফুড বা নিরাপদ খাবার গ্রহণের ব্যাপারে আপনাকেই সচেতন হতে হবে, সক্রিয় হতে হবে। আর হ্যাঁ, যা–ই খান, দেখেশুনে খাবেন, মাপ বুঝে খাবেন

*লেখক: জিল্লুর রহমান, যোগাযোগ বিশেষজ্ঞ, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প