উদ্যোক্তা ও নেতৃত্ব তৈরির কারিগর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইএলডিসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মধ্যে অন্যতম একটি সংগঠন হলো এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা ও নেতৃত্বের গুণাবলি, দক্ষতা ও মানোন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। ২০২০ সালের ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ উদ্যোক্তার হাত দিয়ে শুরু হয় সংগঠনটির পথচলা।

প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি নানা ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে খুব অল্প সময়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে। তাদের উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে টিক ইয়োর টক, ফিউচার লিডারস প্রোগ্রাম (এফএলপি), ম্যানেজমেন্ট ট্রেইনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমটিডিপি), বিজচ্যাম্প সিজন-২০২৩। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোড়নকারী কার্যক্রম হলো ‘ফিউচার লিডারস প্রোগ্রাম (এফএলপি)’। এ প্রোগ্রামটি মূলত শিক্ষার্থীদের চাকরির বাজারে প্রতিযোগিতা করে টিকে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে কর্মশালা ও চাকরির বিভিন্ন ধাপের পরীক্ষার আলোকে সাজানো হয়।

এ ছাড়া ‘টিক ইয়োর টক’ আয়োজনে শিক্ষার্থীরা সাম্প্রতিক বিষয় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে দুই থেকে তিন মিনিটের বক্তব্য দেন। এ আয়োজনে সংগঠনটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের পাবলিক স্পিকিংয়ের দক্ষতা বাড়ানো। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো উদ্যোক্তা মেলা আয়োজন করাসহ এখন পর্যন্ত ২৫টি সফল প্রোগ্রাম আয়োজন করেছে সংগঠনটি। এর মধ্যে তাদের চলমান একটি কার্যক্রম হচ্ছে ‘বিজচ্যাম্প সিজন–২০২৩’। এ আয়োজনটি মূলত কেস কম্পিটিশন, যা প্রথমবার এ সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে মোট ৭৫টি টিম নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি জহির রায়হানের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, ‘২০১৯ সালে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এক শিক্ষার্থীর বাবা ক্যানসারে আক্রান্ত হলে তাঁর চিকিৎসার খরচ সংগ্রহ করতে গিয়ে এক উদ্যোক্তা মেলার আয়োজন করি এবং সেখান থেকে আমরা ভালো পরিমাণের অনুদান সংগ্রহ করতে সক্ষম হই। এরপর করোনাকালে আমরা লক্ষ করি, কুবিতে উদ্যোক্তাদের পরিমাণ দিন দিন বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু সে সময় ক্যারিয়ার গঠনের বিষয়ে কোনো সংগঠন না থাকায় আমরা একটি সংগঠন গঠনের সিদ্ধান্ত নিই। পরবর্তী সময় ২০২০ সালের ৩ জুলাই ইএলডিসি ১৫ উদ্যোক্তাদের নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।’

ইএলডিসির সম্পর্কে জানতে চাইলে বর্তমান সভাপতি সামিউল ইসলাম বলেন, এই সংগঠনটি মূলত দুইটি কাজ করে থাকে। প্রথমত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করা। দ্বিতীয়ত, নেতৃত্বগুণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা। ইএলডিসির ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বছরেই একটি প্রোগ্রাম চালু করার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে শুরু থেকে ব্যবসার অর্থায়ন, গঠন, প্রসারসহ প্রয়োজনীয় সামগ্রিক বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়ার জন্য আমরা বাইরে থেকে সফল উদ্যোক্তাদের নিয়ে আসার চেষ্টা করব। যদি সম্ভব হয় সামনে ‘রোড টু বিসিএস’ নামের একটি প্রোগ্রাম চালু করব।’
*লেখক: সুদীপ চাকমা, শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।