রমজানে ১৫ হাজার বক্স খাবার বিতরণে কাজ করছে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’
এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালে উত্তীর্ণ প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা কিংবদন্তী ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে পবিত্র রমজান মাসে অসহায়, ছিন্নমূল ও অসুবিধাগ্রস্ত মানুষের মধ্যে খাবার বিতরণ কার্যক্রম চলছে। প্রতিবছরই রমজানজুড়ে পরিচালিত হয় এ কার্যক্রম।
ধানমন্ডি ও উত্তরা, দুটি স্পট থেকে প্রতিদিন সাড়ে চার শতাধিক বক্স রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। ২২ রমজান পর্যন্ত ১০ হাজার বক্স খাবার বিতরণের লক্ষ্য অর্জিত হয়েছে। পুরো রমজানে মোট ১৫ হাজার বক্স রান্না করা খাবার বিতরণের লক্ষ্য নিয়ে কাজ করছে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’।
খাবার বিতরণের পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ইতিমধ্যে ঢাকা শহরের ধানমন্ডি, মিরপুর, খিলগাঁও, কচুক্ষেত, উত্তরা, ফার্মগেটের মোট ছয়টি জায়গায় স্থাপন করেছে ভাসমান বিশুদ্ধ পানির ফিল্টার।
‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্রছাত্রীদের পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান।