কৃষ্ণাঙ্গ আর্তনাদ

২০২০ সালের ২০ মে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড (৪৬) পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত হন। শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন আট মিনিট ছেচল্লিশ সেকেন্ড ধরে ঘাড়ের পিছনে হাঁটু গেড়ে বসে থাকার জন্য তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রেপ্তার, মৃত্যু এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে আন্তর্জাতিক পরিসরে ব্ল্যাক লাইভস ম্যাটার্স নামে বিক্ষোভের সূত্রপাত হয়। ফ্লয়েডের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ লেখা...

ঈশ্বর, আমি তো নিজে নিজে হইনি কালো,
তবে কেন এর দায় আমার হলো?
জন্মই কি তবে আমার আজন্ম পাপ?
সয়েছি বঞ্চনা, ঘৃণা আর অভিশাপ।
চতুর্দিকে বইছিল তোমার বাতাস,
দেয়নি নিতে আমায় এতটুকু শ্বাস।
না, সে কোনো জন্তু-জানোয়ার নয়,
নয় কোনো বীভৎস দৈত্য-দানব,
তোমারই সৃষ্টি সে সাদা এক মানব।
বসল চেপে আমার ওপর,
যেন এক নিষ্ঠুর জগদ্দল পাথর।

করেছি আর্তনাদ তীব্র যন্ত্রণায়;
আকুতি করেছি বাঁচার আশায়।
কেউ শোনেনি সে আর্ত চিৎকার!
কারোর হয়নি এতটুকু বিকার।
তারপর, ধীরে ধীরে, এ পৃথিবীর মায়া ছেড়ে,
ঈশ্বর! তোমার কাছে আমি এলাম ফিরে।
সাদাকালো সবাই তোমার সন্তান,
তবে কেন পৃথিবীতে এত ব্যবধান?