কৃষি তথ্যপ্রযুক্তি স্টার্টআপ আইপেজ বাংলাদেশের দুবাইয়ে পুরস্কার জয়

গত ৯ থেকে ১৩ মে এক্সপো সিটি দুবাইয়ে এই প্রতিযোগিতা হয়
ছবি: এক্সপো সিটি দুবাইয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশি তিন তরুণ উদ্যোক্তার কৃষি তথ্যপ্রযুক্তি স্টার্টআপ ‘আইপেজ বাংলাদেশ’-এর একটি প্রকল্প সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এক্সপো লাইভ ইনোভেশন প্রোগ্রামে পুরস্কার জিতেছে।

‘আইপেজ বাংলাদেশ’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক্সপো সিটি দুবাইয়ের ওয়েবসাইটেও এ-সংক্রান্ত তথ্য রয়েছে।

গত ৯ থেকে ১৩ মে এক্সপো সিটি দুবাইয়ে এই প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় পুরস্কারের জন্য ৩৪টি দেশের ৩৬টি প্রকল্প নির্বাচিত হয়। উদ্ভাবনী এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ১ হাজার ২০০টি স্টার্টআপ প্রতিষ্ঠান অংশ নিয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইপেজ বাংলাদেশ’ স্টার্টআপের যে প্রকল্পটি পুরস্কার জিতেছে, সেটির শিরোনাম—‘অংকুর: জমি ও ফসল উপযোগী ডিজিটাল কৃষি তথ্য ব্যবস্থা’। প্রকল্পটির প্রতিপাদ্য ‘খাদ্য নিরাপত্তা’।

পুরস্কার হিসেবে আইপেজ বাংলাদেশ অর্থ পাবে। তারা কোপ-২৮ সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পাবে। দুবাই ফ্রি ট্রেড জোনে ব্যবসায়িক কার্যক্রম শুরুর পাশাপাশি বিনিয়োগ লাভের সুবিধা পাবে।

‘আইপেজ বাংলাদেশ’ স্টার্টআপের নেতৃত্বে আছেন মাশরুর হোসেইন, মোহাম্মদ সাইফুল্লাহ ও ইমতিয়াজ হোসাইন।

‘আইপেজ বাংলাদেশ’ বলছে, তাদের উদ্ভাবনী প্রকল্পটির কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি সমন্বিত কৃষি তথ্য সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থা (ফার্ম ম্যানেজমেন্ট সিস্টেম)। এ ব্যবস্থায় রয়েছে আইওটি-এনাবল্ড মাটি পরীক্ষণ ডিভাইস, স্বয়ংক্রিয় মিনি ওয়েদার স্টেশন, ব্লকচেইন কানেক্টেড কৃষক প্রোফাইলিং-ট্র্যাকিংসহ স্বয়ংক্রিয় কৃষিতথ্য বিতরণ চ্যানেল।