সুমাইয়া আজাদ লিউনা: একগুচ্ছ কবিতা

১.
শান্তিচুক্তি
তোমার-আমার একটা শান্তি চুক্তি হোক, যেমন হয়েছিল ভারতবর্ষের সঙ্গে সোভিয়েত।
যেভাবে শেষ হয়েছিল ত্রিশ বছরের ক্যাথলিক যুদ্ধ অথবা ফরাসি বিপ্লব...।

.
কবিতার মহামারি
আমার কবিতার মহামারিতে তুমি সংক্রামক,
আমার উপন্যাসের উৎসর্গের তুমি স্থানুবৎ।
আমার সাহিত্যচর্চায় তুমি চর্যাপদ,
আমার ফিলোসোফিতে তুমি দার্শনিক।
আমার পৃষ্ঠাজুড়ে অঙ্কের গরমিলে তুমিই প্রমাণিত।
আমার কবিতার মহামারিতে তুমি সংক্রামক,
আমার উপন্যাসের উৎসর্গের তুমি স্নাতক।
আমার সাহিত্যচর্চায় তুমি ঐতিহাসিক,
আমার ফিলোসোফিতে তুমি দার্শনিক।
আমার পৃষ্ঠাজুড়ে অঙ্কের গরমিলে তুমিই প্রমাণিত

৩.
অপেক্ষা
তোমার অপেক্ষায় প্যারাফিন ফুরিয়ে কেমন অন্ধকার,
তোমার অদর্শনে হয়ে যাচ্ছে জীবন ছাড়খাড়।

৪.
বিষণ্নতার শহরে
এক আকাশ নক্ষত্র আর
একটি আস্ত জোছনা লিখে দিতে পারি তোমার নামে।

৫.
বিক্ষোভ
তুমি রাষ্ট্রচিন্তায় বুঁদ হয়ে যাও,
তবে তোমার কেন নাগরিক চিন্তা আসে না?
এমন একটি বিক্ষোভ মিছিল আমিও ডেকে বসব তোমার অধিকারের দাবি জানিয়ে...
মিছিল মিছিলে রটিয়ে দেব তোমার নাম, রাজপথে অলিগলিতে চলবে স্লোগান আর প্রতিবাদী মিছিল,
দাবিতে তুমি আমার হয়ে যাও।

৬.
নীলপদ্ম
আফিম মিশ্রিত নেশার মতো তার চুলের ঘ্রাণ,
তানপুরা সুরের মতো মাতাল করা হাসি,
কথা যেন কবিতার গ্রন্থিত পাশাপাশি দুটি শব্দ।
তাঁর হরিণের চোখ, যেন নীলপদ্ম,
তুমি কি সুহাসিনী? নাকি হৃদয়-হরণী?
তুমি আমার নামা রাজপথের মিছিলের স্লোগান,
তোমাকে ছাড়া সবই বৃথা।